T20 Cricket

Frederique Overdijk: টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটারের

টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত যা দেখা যায়নি, তাই করে দেখালেন নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটার। পুরুষ এবং মহিলা দুই ধরনের বিভাগ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাত উইকেট নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৬:৪৭
Share:

ফ্রেডেরিক ওভারডিক ছবি টুইটার

টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত যা দেখা যায়নি, তাই করে দেখালেন নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটার। পুরুষ এবং মহিলা দুই ধরনের বিভাগ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাত উইকেট নিলেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপের যোগ্যতা অর্জন পর্বের খেলা ছিল। ফ্রান্সের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচে ফ্রেডেরিক ওভারডিক এই কৃতিত্ব অর্জন করেছেন। চার ওভারে মাত্র তিন রান দিয়ে তিনি সাত উইকেট নিয়েছেন। এর মধ্যে ছ’জনকে সরাসরি বোল্ড করে দেন। একজন এলবিডব্লিউ হন। ফ্রান্স শেষ হয়ে যায় ৩৩ রানে। জবাবে ৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছ’টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে চার ক্রিকেটারের। এর মধ্যে ভারতের দীপক চাহার ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। সেটিই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত সেরা বোলিং। এ ছাড়া ভারতীয়দের মধ্যে যুজবেন্দ্র চহালের ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে। দু’বার টি-টোয়েন্টিতে ছয় উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement