মাত্র ষোলো বছর বয়সে এভারেস্ট জয় করে সাড়া ফেলেছিলেন। ভারতের সর্বকনিষ্ঠ সেই এভারেস্ট বিজয়ী এখন একুশের তরুণ। পাহাড়ের টানে এ বারও গিয়েছিলেন নেপাল। এ বার লক্ষ্য ছিল বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু বিজয়। কিন্তু অর্জুন বাজপেয়ী ও তাঁর টিম মাকালু বেস ক্যাম্পে পৌঁছে তাঁবু ফেলার সময়েই আসে প্রলঙ্কর ভূমিকম্প। বেস ক্যাম্পেই আর্টকে পড়েন অর্জুন এবং তাঁর মতো আরও ৩৭ জন পর্বতারোহী। এবং সেখান থেকে এখনও উদ্ধার করা যায়নি তাঁদের। ১৫৭৪৯ ফুট উচ্চতায় হিলারি বেস ক্যাম্পে পৌঁছনোর চেষ্টা করেছিল নেপাল সেনার হেলিকপ্টার। কিন্তু জমাট মেঘ আর ঘন তুষারপাতে ব্যর্থ হয় সেই চেষ্টা। এ দিকে নীচে নামার রাস্তা ধ্বসে নষ্ট হয়ে গিয়েছে। ফলে হেলিকপ্টারই অর্জুনদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, রবিবার আবার চেষ্টা করা হবে। আশা করা যায়, সফল হবে সেই চেষ্টা।