চাপের মুখে সৌরভ নয় ধোনিই সেরা: নেহরা

চাপের মুখে ধোনিই সেরা অধিনায়ক। এমনটাই মনে করেন অভিজ্ঞ বোলার আশিস নেহরা। এমন কী সে দিক থেকে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনের সারিতে রাখছেন। তিনি এও জানিয়েছেন, সৌরভের থেকে বেশি ধোনির নেতৃত্বে খেলাটা তিনি উপভোগ করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ২২:১৫
Share:

চাপের মুখে ধোনিই সেরা অধিনায়ক। এমনটাই মনে করেন অভিজ্ঞ বোলার আশিস নেহরা। এমন কী সে দিক থেকে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনের সারিতে রাখছেন। তিনি এও জানিয়েছেন, সৌরভের থেকে বেশি ধোনির নেতৃত্বে খেলাটা তিনি উপভোগ করেন। তিনি বলেন, ‘‘১৯৯৯ এ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে অভিষেক জাতীয় দলে শুরু। আমি অনেক অধিনায়কের নেতৃত্বে খেলেছি। কিন্তু যখন চাপের মুখে মাথা ঠান্ডা রেখে নিজের সেরাটা দেওয়ার কথা আসে তখন ধোনিই সেরা। চাপের মুখে আমি এতটা মাথা ঠান্ডা রাখতে কাউকে দেখিনি।’’

Advertisement

নেহরার অবশ্য দুঃখের জায়গাটা অন্য। বেশি টেস্ট খেলতে পারেননি তিনি। তিনি বলেন, ‘‘২০০৯ সেটা। সেই সময় ধোনি আর কোচ গ্যারি কার্স্টেন আমার কাছে জানতে চেয়েছিল আমি টেস্টে ফিরতে চাই কি না। তখন আমার বয়স ছিল ৩০-৩১। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। দু’বছর আগে যখন আমার ৩৫ বছর বয়স তখন দেখলাম ছ’সপ্তাহে ছ’টি চার দিনের ম্যাচ খেলে ফেলেছি। এখন যখন পিছন ফিরে তাকাই মনে হয় ১৭টির বেশি টেস্ট খেলতে পারতাম আমি।’’

নিজের টেস্ট কম খেলার হতাশাকে অবশ্য ছাপিয়ে গেল তাঁর কাছে দুই অধিনায়ক ধোনি আর সৌরভের তুলনা। বলেন, ‘‘যখন আমি, যুবরাজ, সহবাগ, জাহিররা সৌরভের অধিনায়কত্বে খেলতাম তখন আমাদের বয়স খুব কম। সৌরভ সিনিয়র ছিল। দাদা যদি বলত কিছু একটা করতে হবে আমরা সেটা চোখ বুজে করতাম।’’ এর পর যোগ করেন, ‘‘কিন্তু যখন ধোনির নেতৃত্বে ফিরে এলান তখন আমি অনেক বেশি অভিজ্ঞ।আমি নিজের বোলিং সম্পর্কে জানি। ধোনির অধিনায়কত্ব বুঝতে আর মানিয়ে নিতে সুবিধে হয়েছিল।’’

Advertisement

আরও খবর

দলের হারের দিন রেকর্ডে বিরাট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement