ফাইল চিত্র।
টোকিয়ো অলিম্পিক্সের পরে এই প্রথম নেমেছিলেন। আর নেমেই নিজের সেরা পারফরম্যান্স করে জাতীয় রেকর্ড করলেন। কিন্তু সোনা জেতা হল না নীরজ চোপড়ার। পাভো নুর্মি গেমসে দ্বিতীয় হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন এই জ্যাভলিন থ্রোয়ার।
নীরজ প্রথম রাউন্ডে ৮৬.৯২ মিটার ছোড়েন। সেই রাউন্ডে তিনিই শীর্ষে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে নীরজ ৮৯.৩০ মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যান। অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। নীরজকে দেখে তখন মনেই হয়নি, অলিম্পিক্সে সোনা জেতার ১০ মাস পরে তিনি জ্যাভলিন হাতে নিয়েছেন, এবং এটি তাঁর মাত্র দ্বিতীয় থ্রো।
কিন্তু দ্বিতীয় রাউন্ডেই নীরজের থ্রোয়ের পরেই তাঁকে টপকে যান ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার। তিনি ৮৯.৮৩ মিটার ছোড়েন। হেল্যান্ডারের এই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া এর পর নীরজের পক্ষে সম্ভব ছিল না। তিনি চাপে পড়ে যান। পরের তিনটি রাউন্ডে তিনি ফাউল থ্রো করেন। শেষ এবং ষষ্ঠ প্রচেষ্টায় ৮৫.৮৫ মিটার ছোড়েন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।