চোটে ছিটকে গেলেন চাহার, এলেন নবদীপ

সিরিজ ১-১ অবস্থায় কটকে রবিবার শেষ ম্যাচ। বৃহস্পতিবারই দু’দল ভুবনেশ্বরে এসে পড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৩:০৩
Share:

আগমন: ভুবনেশ্বরে পৌঁছে গেলেন কোহালিরা। পিটিআই

চোট-আঘাতের সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় পেসারদের। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমারের পরে এ বার চোট পেয়ে ছিটকে গেলেন দীপক চাহার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এলেন পেসার নবদীপ সাইনি।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পরে কোমরে ব্যথা অনুভব করে দীপক। বোর্ডের মেডিক্যাল টিম চোট পরীক্ষা করে জানিয়েছে, ওর কিছু দিন বিশ্রাম দরকার। তাই শেষ ম্যাচে খেলবে না দীপক।’’

সিরিজ ১-১ অবস্থায় কটকে রবিবার শেষ ম্যাচ। বৃহস্পতিবারই দু’দল ভুবনেশ্বরে এসে পড়েছে। আগামী তিন দিন দু’দল ভুবনেশ্বর থেকে কটকে গিয়ে অনুশীলন করবে এবং ম্যাচ খেলবে। ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হোটেলের বাইরেও পুলিশ ক্যাম্প বসেছে।

Advertisement

গত কাল বিশাখাপত্তনমে রোহিত শর্মা এবং কে এল রাহুলের জোড়া সেঞ্চুরি ও কুলদীপ যাদবের হ্যাটট্রিকের সাহায্যে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ভারত। এই সিরিজে মাঝে মাঝেই তেতে উঠতে দেখা গিয়েছে কোহালিকে। গত কাল যেমন কায়রন পোলার্ড প্রথম বলেই আউট হওয়ার পরে রীতিমতো উত্তেজিত হয়ে হুঙ্কার দিতে থাকেন ভারত অধিনায়ক। এর পরে সাংবাদিক বৈঠকে ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড বলেন, ‘‘আপনাদের কোহালিকেই প্রশ্ন করতে হবে কেন ও এত উত্তেজিত হয়ে পড়ে। আমি তো এর উত্তর দিতে পারব না। আপনারা কোহালির কাছে উত্তর চান। আমার কোনও ধারণাই নেই এ ব্যাপারে।’’

জয়ের জন্য ৩৮৮ রান তাড়া করতে নেমে ৩০ ওভারের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১৯২-৩। সেখান থেকে ১৮ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় তারা। তবে মিডল অর্ডারের ভেঙে পড়া নয়, পোলার্ডকে বেশি চিন্তায় রাখছে দলের বোলিং। যে বোলিং শেষ ১০ ওভারে ১২০ রানের বেশি দিয়েছে।

পোলার্ড বলেছেন, ‘‘৩৮৮ রান তাড়া করতে নামলে ঝুঁকি নিতেই হবে। আমার কাছে ম্যাচের মোড় ঘুরে যায় ভারতের ইনিংসের শেষ ১০ ওভারে। যখন আমাদের বোলাররা ১২৭ রান দেয়। ওই জায়গায় আমাদের ছন্দটা নষ্ট হয়ে যায়।’’

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে টেনেছিলেন শেই হোপ এবং নিকোলাস পুরান। ৭৮ রান করার পথে এই বছরে ওয়ান ডে ক্রিকেটে সব চেয়ে বেশি রান করার তালিকায় কোহালিকে টপকে যান হোপ। তাঁর সামনে এখন শুধু রোহিত। তবে হোপের স্ট্রাইক রেট ৭৫-এর আশে পাশে ঘোরা ফেরা করে। যদিও এই নিয়ে চিন্তা নেই পোলার্ডের। ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, ‘‘মাঝে মাঝে আমরা পরিসংখ্যান আর স্ট্রাইক রেট নিয়ে এত বেশি মাথা ঘামাই যে, একটা দল কী ভাবে তৈরি করতে হয় ভুলে যাই। একটা দলে শুধু পাওয়ার হিটাররা থাকতে পারে না। দলে এমন এক জনকেও দরকার, যাকে ঘিরে ইনিংসটা তৈরি করা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement