Milkha Singh

Milkha Singh Death: ক’দিন আগেই মিলখা সিংহের সঙ্গে কথা বলেছি, এটাই শেষ জানতাম না: মোদী, টুইট মমতারও

টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনখড়ও শোক প্রকাশ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ০১:১৩
Share:

নরেন্দ্র মোদী, মিলখা সিংহ ও মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র।

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংহ প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা।

Advertisement

টুইটে মোদী লেখেন, ‘মিলখা সিংহের প্রয়াণে আমরা এক বিশাল ক্রীড়াবিদকে হারালাম, যিনি দেশের স্বপ্নকে ধরতে পেরেছিলেন। অসংখ্য ভারতীয়র হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোকাহত।’

আরও একটি টুইটে মোদী লেখেন, ‘কয়েক দিন আগেই মিলখা সিংহের সঙ্গে আমার কথা হয়েছিল। সেটাই যে শেষ কথা হবে জানতাম না। তাঁর জীবনের লড়াই থেকে শক্তি নিক অসংখ্য উঠতি ক্রীড়াবিদ। তাঁর পরিবার ও ভক্তদের আমি সমবেদনা জানাই।’

Advertisement

টুইট করেছেন মমতাও। তিনি টুইটে লেখেন, ‘মিলখা সিংহের প্রয়াণে শোকস্তব্ধ। তিনি একজন কিংবদন্তি ক্রীড়াবিদ ছিলেন। তিনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন ও ভক্তদের সমবেদনা জানাই।’

টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লেখেন, ‘ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ, উড়ন্ত শিখ, মিলখা সিংহের প্রয়াণে দেশ শোকাহত। বিশ্বের ক্রীড়াজগতে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’

দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটে লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমরা আপনার শেষ ইচ্ছে পূরণ করব। ভারত একজন নক্ষত্রকে হারাল। মিলখা সিংহ আমাদের ছেড়ে গেলেও প্রত্যেক ভারতীয়কে উদ্বুদ্ধ করবেন। তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’ সঙ্গে মিলখার একটি ভিডিয়ো টুইট করেন তিনি। শোক প্রকাশ করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement