দ্রোণাচার্য কোচ সৈয়দ নইমুদ্দিনের প্রথমে নিশানা ছিলেন অর্জুন ফুটবলার ভাইচুং ভুটিয়া। এ বার নইম তোপ দাগলেন এআইএফএফ সচিব কুশল দাসকেও। সাফ জানিয়ে দিলেন, ফেডারেশনের জবাবি চিঠির বয়ানে মোটেই সন্তুষ্ট নন তিনি।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন নইম। তাঁর সেই ট্রেডমার্ক সাদা শার্ট, জিনস, স্নিকার, ফ্যাশনেবল সানগ্লাস চোখে বিকেলেই হাজির সেখানে। সঙ্গে নিয়ে এসেছিলেন মিডিয়াকে দেওয়ার জন্য লিখিত বিবৃতি। সেখানেই নইম বলেন, ‘‘ফেডারেশনের উত্তরে আমি সন্তুষ্ট নই। প্রয়োজনে সিবিআইয়ের দ্বারস্থ হতে পারি।’’
গত ৫ অগস্ট প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুংকে নিশানা বানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন নইম। কিন্তু দু’সপ্তাহ অপেক্ষা করার পরেও চিঠির উত্তর পাননি। নইমের চাঞ্চল্যকর চিঠি দেওয়ার খবর বৃহস্পতিবার আনন্দবাজারে প্রকাশ হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই অবশ্য এআইএফএফের থেকে উত্তর পেয়ে যান তিনি। কিন্তু তার পরেও ইঙ্গিত দিয়েছিলেন, সাংবাদিক সম্মেলনে বোমা ফাটাতে পারেন। এ দিন সেই সাংবাদিক সম্মেলনের শুরুতেই ফের বিস্ফোরক কথাবার্তা বলতে শুরু করে দেন এশিয়ান গেমস থেকে দেশের শেষ ফুটবল পদক এনে দেওয়া প্রাক্তন জাতীয় অধিনায়ক। তবে ভাইচুং নিয়ে মন্তব্য করেননি এ দিন। বরং তাঁর নিশানায় ছিল ফেডারেশন।
নইমের প্রেস বিবৃতিতেও লেখা রয়েছে, ‘ফেডারেশন সচিব কুশল দাস চিঠির যে জবাব দিয়েছেন তাতে আমি আদৌ খুশি নই। তাঁর জবাবের অর্থ খুঁজে পাইনি। এ বার প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও মুখ্য ভিজিল্যান্স কমিশনারের সঙ্গে দেখা করে ফেডারেশনের অস্বচ্ছতার ব্যাপারটা তাঁদের জানানোর চেষ্টা করব আমি।’ পরে নইম বলেন, ‘‘ফেডারেশন সচিব সঠিক তথ্য দেননি। প্রয়োজনে আমি সিবিআইয়ের কাছে যেতে পারি।’’