মহড়া: উইম্বলডনের জন্য প্রস্তুত হচ্ছেন ফেডেরার। ছবি: গেটি ইমেজেস
উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্টে জয় পেলেন রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভা। অ্যাসপাল টেনিস ক্ল্যাসিক প্রদর্শনী টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর নাদাল ৭-৬ (৩), ৭-৫ হারান অস্ট্রেলিয়ার ম্যাথিউ এ়ডেনকে।
হেয়ন চুং-এর চোট লাগায় ম্যাথিউ এই ম্যাচে নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এগারো নম্বর ফরাসি ওপেন জিতে অনন্য নজির গড়া স্প্যানিশ মহাতারকাকে যদিও দুরন্ত ছন্দে দেখা যায়নি। উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাব প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন নাদাল। তাই এই টুর্নামেন্টেই তিনি ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে নামার আগে যতটা সম্ভব প্রস্তুতি সেরে নিতে চাইছেন। এর পরের রাউন্ডে নাদালের সামনে ফ্রান্সের লুকাস পওলি।
আরও পড়ুন: প্রত্যাশার চাপ নিতে তৈরি ব্রাজিল: তিতে
মারিয়া শারাপোভা মঙ্গলবার হার্লিংহাম ক্লাবে মারিয়া সাক্কারির বিরুদ্ধে হারের পরে ফের জয়ের রাস্তায় ফিরলেন। তিনি ৬-১, ৭-৫ হারালেন সতীর্থ নাতালিয়া ভিকলিনেতসেভাকে। এটাই শারাপোভার এখানে দ্বিতীয় এবং শেষ ম্যাচ। এর আগের ম্যাচেই মাশা বলেছিলেন, ‘‘উইম্বলডনে নামার আগে ভেবেছিলাম কোনও প্রস্তুতি টুর্নামেন্ট খেলব না। দীর্ঘ ক্লে-কোর্ট মরসুম চলেছে এ বার আমার জন্য। এই টুর্নামেন্টেই তাই যতটা সম্ভব প্রস্তুতি সেরে নিতে চাইছি।’’
এ দিকে নাদালের সামনে আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রজার ফেডেরারের। যিনি ক্লে-কোর্ট মরসুম খেলেননি। কিন্তু প্রিয় উইম্বলডনে ফিরে এসেছেন।