প্রতিযোগিতা চলাকালীন খেলোয়াড়দের মূত্র নমুনা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। আর সেই অভিযানে ভারতের প্রথম টেনিস খেলোয়াড়, ১৬ বছরের আরিয়ান ভাটিয়া ধরা পড়েছে। তাকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে জাতীয় টেনিস প্রতিযোগিতা চলাকালীন তার মুত্র নমুনা নেওয়া হয়েছিল। সেখানে নিষিদ্ধ উত্তেজক ওযুধের উপস্থিতি পাওয়া যায়।
সর্বভারতীয় টেনিস সংস্থার সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, অজ্ঞতার কারণে ঘটনা ঘটেছে। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, ‘‘আরিয়ানের ঠান্ডা লেগেছিল। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ নিয়েছিল। জানত না, ওই ওষুধ নিষিদ্ধ হয়ে গিয়েছে।’’