বিপদে শ্রীনির দাদাও

ভাইয়ের মতো দুর্দিনে দাদাও। ভারতীয় বোর্ডে এন শ্রীনিবাসনের খারাপ সময়ের মতোই এ বার বিপদে তাঁর দাদা আইওসি প্রেসিডেন্ট এন রামচন্দ্রনও। একাধিক জাতীয় ক্রীড়া সংস্থা আর দুটি রাজ্য অলিম্পিক সংস্থা তাঁর বিরুদ্ধে বিশেষ সাধারণ সভায় (এসজিএম) অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:১৯
Share:

ভাইয়ের মতো দুর্দিনে দাদাও। ভারতীয় বোর্ডে এন শ্রীনিবাসনের খারাপ সময়ের মতোই এ বার বিপদে তাঁর দাদা আইওসি প্রেসিডেন্ট এন রামচন্দ্রনও। একাধিক জাতীয় ক্রীড়া সংস্থা আর দুটি রাজ্য অলিম্পিক সংস্থা তাঁর বিরুদ্ধে বিশেষ সাধারণ সভায় (এসজিএম) অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছে। জাতীয় শুটিং সংস্থা, ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা আইওএতে চিঠিও লিখেছে। তাতে অনাস্থা প্রস্তাব আনতে এসজিএম ডাকার কথা বলা হয়েছে। একই কথা চিঠিতে জানিয়েছে বিহার আর উত্তর প্রদেশ রাজ্য অলিম্পিক সংস্থাও। আগেই হকি ইন্ডিয়া, ভারতীয় বোলিং ফেডারেশন ও ঝারখণ্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনও একই অনুরোধ জানিয়েছিল। আইওএর গঠনতন্ত্র অনুযায়ী মোট সদস্যের দুই-তৃতিয়াংশ হাজির থাকলে এবং ভোটে অংশ নিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement