আইপিএল অভিষেকেই জোড়া উইকেট মুস্তাফিজুরের

নবম আইপিএল-এ সাকিব এখনও কেকেআর-এর জার্সিতে না নামতে পারলেও আইপিএল অভিষেক হয়ে গেল মুস্তাফিজুর রহমানের। সানরাইজার্সের জার্সিতে নেহরা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে সমানে সমানে বল করলেন কাটার মাস্টার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ২১:৪৮
Share:

নবম আইপিএল-এ সাকিব এখনও কেকেআর-এর জার্সিতে না নামতে পারলেও আইপিএল অভিষেক হয়ে গেল মুস্তাফিজুর রহমানের। সানরাইজার্সের জার্সিতে নেহরা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে সমানে সমানে বল করলেন কাটার মাস্টার। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে শুরুটা মন্দ হল না বাংলাদেশের এই বোলারের। অধিনায়ক ডেভিড ওয়ার্নার অবশ্য আগেই বলে দিয়েছিলেন, ‘‘মুস্তাফিজুর বিশ্বকাপ টি২০তে ভাল বল করেছিল। ও আমাদের দলের সম্পদ।’’

Advertisement

অভিষেকেই বল হাতে তুলে নিলেন জোড়া উইকেট। ম্যাচের ১৮তম ওভারে তখন আবার বল হাতে ফিরে এসেছেন মুস্তাফিজুর। তার আগের ওভারে কর্ণ শর্মাকে পর পর তিনটি ছক্কা হাঁকিয়েছেন ওয়াটসন। সেই ওভারে ১৯ রান তুলে নিয়েছে বেঙ্গালুরু। দলগত রান পৌঁছে গিয়েছে ১৮৬তে। তখনই কাটার মাস্টারকে এনে বাজিমাত ওয়ার্নারের। ওভারের দ্বিতীয় বলে ফেরালেন ডি ভিলিয়ার্সকে। তখন ৮২ রানে ব্যাট করছেন তিনি। কিন্তু কাটার মাস্টারের বলে মর্গ্যানকে ক্যাচ দিয়ে বসলেন তিনি। পরের বলেই তুলে নিলেন ওয়াটসনকে। হ্যাটট্রিকের আশায় তখন পুরো দল। কিন্তু সেটা না হলেও জোড়া উইকেটের ওভারে দিলেন মাত্র ৩ রান। পরের ওভারেই ভুবনেশ্বর কুমার দিয়ে বসলেন ২৮ রান। শেষ ওভারটা এল মুস্তাফিজুরের দখলেই। যদিও আর উইকেট এল না। কিন্তু শুরুটা দারুণভাবে করে দিলেন বাংলাদেশের এই পেসার। ৪ ওভার বল করে মুস্তাফিজুরের সংগ্রহ ২৬/২।

আরও খবর

Advertisement

চুক্তি হবে, আয়করও দিতে হবে ঢাকার প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেটারদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement