অ্যান্ডি মারের পাশে দাঁড়ালেন নোভাক জকোভিচ।
কয়েক দিন আগেই ফাবিও ফগনিনির বিরুদ্ধে হেরে ইতালিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কিন্তু রোলঁ গ্যারোজে ঠিক ফর্মে ফিরবেন মারে সেটাই মনে করছেন প্রাক্তন এক নম্বর জকোভিচ। ‘‘প্রতিভাবান টেনিস তারকারা সব সময় বড় মঞ্চের জন্য নিজেদের সেরাটা বাঁচিয়ে রাখে। আর টেনিসে গ্র্যান্ড স্ল্যামের থেকে বড় মঞ্চ আর কিছু হয় না। আমার বিশ্বাস প্যারিসে মারে খুব ভাল খেলবে,’’ বলছেন জকোভিচ।
বারো গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের মতে ইতালিয়ান ওপেন থেকে মারের ছিটকে যাওয়ার পিছনে অন্যতম কারণ ক্লান্তি। ম্যাচগুলোর মাঝে কোনও বিশ্রাম নেওয়ার সময় থাকে না বলেই সমস্যা হয়। ‘‘গ্র্যান্ড স্ল্যাম মানে তো এক-দু’দিন বিশ্রাম পাওয়ার সময় থাকে ম্যাচগুলোর মাঝে। তাতে সুবিধা হয়,’’ বলছেন জকোভিচ। যিনি আবার সঠিক সময়ে ফর্ম ফিরে পেয়েছেন। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে পৌঁছনো ছাড়াও ইতালিয়ান ওপেনেও বিধ্বংসী ফর্মে জোকার। রবের্তো বওতিস্তা অগত-কে হারিয়ে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এ বার খুয়ান মার্তিন দেল পোত্রোর বিরুদ্ধে খেলবেন সার্বিয়ান তারকা।