ISL 2020

নির্ধারিত সময়েই আজ ম্যাচ শেষ করতে মরিয়া মুম্বই

মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন দ্বৈরথের আগে খুব একটা স্বস্তিতে নেই গোয়া কোচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ০৬:১৬
Share:

প্রথম পর্বের সেমিফইনাল।

সপ্তম আইএসএলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া ম্যাচে বল গড়ানোর আগেই উত্তপ্ত হয়ে উঠল আবহ। গত শুক্রবার প্রথম পর্বের সাক্ষাতে দু’বার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছিলেন ইগর আঙ্গুলো-রা।

Advertisement

২-২ ম্যাচ শেষ হওয়ার পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন গোয়ার কোচ খুয়ান ফের্নান্দো। মুম্বইয়ের ডিফেন্ডার মোর্তাদা ফল-এর বিরুদ্ধে বিপজ্জনক ট্যাকল করার অভিযোগ জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটিকে চিঠিও দিয়েছে গোয়া। দ্বিতীয় পর্বের সাক্ষাতের চব্বিশ ঘণ্টা আগে গোয়ার বিরুদ্ধে তোপ দাগলেন
সের্খিয়ো লোবেরা।

রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মুম্বই কোচ বলেছেন, ‘‘কেউ যদি বলে থাকে, ট্যাকল করার সময় মোর্তাদার লক্ষ্য ছিল বিপক্ষের ফুটবলারকে আহত করা, তা হলে বলতে বাধ্য হচ্ছি, তাঁর কোনও ধারণাই নেই ওর সম্পর্কে। মোর্তাদার চেহারাটা বড় ঠিকই। কিন্তু মানুষ হিসেবে ও অসাধারণ। মোর্তাদা যে কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে ট্যাকল করেনি, এই ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত।’’

Advertisement

লিগ পর্বের শেষ ম্যাচে এটিকে-মোহনবাগানকে হারিয়ে নাটকীয় ভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করেছে মুম্বই। কিন্তু সেমিফাইনালের প্রথম পর্বে গোয়ার বিরুদ্ধে কোনও মতে হার বাঁচান উগো বুমোস-রা। সেই হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি লোবেরা। তিনি বলেছেন, ‘‘প্রথম পর্বের ফলে আমি একেবারেই খুশি নই। আমরা প্রচুর গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। ম্যাচের নিয়ন্ত্রণও সব সময় আমাদের অধীনে ছিল না।’’ তিনি যোগ করেছেন, ‘‘এখন আমাদের একমাত্র লক্ষ্য দ্রুত ভুল-ত্রুটি
শুধরে নেওয়া।’’

মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন দ্বৈরথের আগে খুব একটা স্বস্তিতে নেই গোয়া কোচ। ডিফেন্ডার সেরিটন ফার্নান্দেস ও মিডফিল্ডার প্রিন্সটন রেবেলো চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন। সেই সঙ্গে তাঁর চিন্তা বাড়াচ্ছে ফুটবলারদের ক্লান্তি। ক্রীড়াসূচির সমালোচনা করে ফের্নান্দো বলেছেন, ‘‘দ্বিতীয় পর্বের ম্যাচের আগে মাত্র দু’দিন বিশ্রামের সুযোগ পেয়েছে ছেলেরা। ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য যা একেবারেই যথেষ্ট নয়।’’

নির্ধারিত সময়ে সোমবার মুম্বই বনাম গোয়া ম্যাচের ফয়সলা না হলে অতিরিক্ত সময়ে গড়াবে। তাতেও যদি নিষ্পত্তি না হয়, টাইব্রেকার ও সাডেন ডেথ-এর মাধ্যমে ফয়সালা হবে। দুই শিবিরের দুই স্পেনীয় কোচেরই লক্ষ্য অবশ্য নির্ধারিত সময়ে জিতে ফাইনালের যোগ্যতা অর্জন করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement