শেষ যে তিন প্রতিদ্বন্দ্বীর তিনি মুখোমুখি হয়েছেন উইম্বলডনে তাঁদের বয়স কুড়ির আশপাশে। তিন জনই তাঁর বিরুদ্ধে হার মানতে বাধ্য হয়েছেন। আর তিনি একের পর এক মাইলস্টোন গড়ে এগিয়ে গিয়ে প্রমাণ করে দিচ্ছেন ৩৭ বছর বয়েসেও গ্র্যান্ড স্ল্যামে দাপট দেখানো সম্ভব। তিনি— ভিনাস উইলিয়ামস।
মঙ্গলবার মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেঙ্কোকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারে উঠলেন তিনি। ফল ভিনাসের পক্ষে ৬-৩, ৭-৫।
গত ২৩ বছরে উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে বয়স্কতম সেমিফাইনালিস্টের রেকর্ড গড়লেন ভিনাস। এ দিনই তাঁর উইম্বলডনে ১০০তম ম্যাচ ছিল। পাঁচ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন লাতভিয়ার ২০ বছর বয়সি অস্তাপেঙ্কোকে হারিয়ে ১০০ ম্যাচে হার জিতের সংখ্যাটা দাঁড় করালেন ৮৬-১৪-তে।
সেমিফাইনালে ভিনাসের সামনে ইয়োহানা কন্টা। গত ৩৯ বছরে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন তিনি। ষষ্ঠ বাছাই ব্রিটিশ তারকা দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হারান ৬-৭ (২-৭), ৭-৬ (৭-৫), ৬-৪।
আরও পড়ুন: শাস্ত্রীই কোচ, রাহুলদের নিয়ে নাটক
শেষ চারে উঠেছেন গারবিনে মুগুরুজাও। ১৪ নম্বর বাছাই স্প্যানিশ খেলোয়াড় মঙ্গলবার সপ্তম বাছাই শ্বেতলানা কুজেনেৎসোভাকে হারান ৬-৩, ৬-৪। ফাইনালে উঠতে মুগুরুজাকে লড়তে হবে স্লোভাকিয়ার ম্যাগডালেনা রাইবারিকোভার বিরুদ্ধে। তিনি মঙ্গলবার ৬-৩, ৬-৩ হারান ২৪ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েগেকে। এক নম্বর কোর্টে খেলা হচ্ছিল তাঁদের। কিন্তু বৃষ্টির কারণে তাঁদের ম্যাচ পরে সেন্টার কোর্টে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তখন ৬-৩, ২-২ এগিয়ে রাইবারিকোভা।
বুধবার উইম্বলডনে: পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারে বনাম স্যাম কুয়েরি, রজার ফেডেরার বনাম মিলোস রাওনিচ, মারিন সিলিচ বনাম জাইলস মুলার, টমাস বের্ডিচ বনাম নোভাক জকোভিচ।