ধোনির অপেক্ষায় ভক্তরা। — ফাইল চিত্র।
তিনি যদি জাতীয় র্নিবাচক হতেন, তা হলে মহেন্দ্র সিংহ ধোনিকে দলে রাখতেন। দেশের প্রাক্তন বাঁ হাতি পেসার আশিস নেহরা এ ভাবেই ধোনির দক্ষতার প্রতি আস্থা দেখালেন।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর থেকে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি ধোনিকে। আইপিএল-এর জন্য নিজেকে তৈরি করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের থাবায় পিছিয়ে গিয়েছে আইপিএল-ই। ফলে ধোনি ভক্তরা অনন্ত অপেক্ষায় দিন গুনছেন।
এই পরিস্থিতিতে নেহরা বলছেন, ‘‘আমি যদি জাতীয় নির্বাচক হতাম, তা হলে দলে অবশ্যই থাকত ধোনি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল, ধোনি নিজে কি খেলতে চায়?’’
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার অভিযোগ নিয়ে ফের মুখ খুললেন জয়বর্ধনে
দেশের প্রাক্তন র্নিবাচক প্রধান এমএসকে প্রসাদ আগে বলেছিলেন, ধোনিকে ছাড়াই এগিয়ে যাওয়ার কথা ভাবছেন তাঁরা। সেই প্রসাদই সুর বদলে এখন বলছেন, টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির দলে থাকা উচিত। ধোনিকে নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে নির্বাচকরা মন্তব্য করছেন প্রায় প্রতিদিনই।
কিন্তু যাঁকে নিয়ে এত কথা, সেই ধোনি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে একটি শব্দও খরচ করেননি। এর ফলে তাঁকে নিয়ে কৌতূহল তুঙ্গে। নেহরা বলছেন, পুরোটাই নির্ভর করছে ধোনির উপরে। নিজের কেরিয়ার নিয়ে শেষ কথা বলবে ধোনিই।