ধোনির নেতৃত্বে তিন বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ছবি টুইটার থেকে নেওয়া।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে সাফল্যের রহস্য কী? ফাফ দু প্লেসির মতে, বিভিন্ন দেশের অধিনায়কদের দলে নেওয়াই বাজিমাতের কারণ। যার পিছনে আবার রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকে অধিনায়কই চাইতেন দলে অন্য দেশের অধিনায়কদের।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু প্লেসি বলেছেন, “সিএসকে একটা দারুণ ব্যাপার করে এসেছে বছরের পর বছর। যার জন্য কৃতিত্ব প্রাপ্য মহেন্দ্র সিংহ ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। ওরা সব সময় টার্গেট করেছে অধিনায়কদের। ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন ব্র্যাভো, আমি আর ধোনি তো আছেই। এ ছাড়া সুরেশ রায়নাও নেতৃত্ব দিয়েছে কিছু ম্যাচ। ওরা সব সময় চায় চিন্তাশীল ক্রিকেটারদের।”
আরও পড়ুন: ফ্লিনটফের স্লেজিংয়ে ক্ষিপ্ত হয়েই ব্রডকে ছয় ছক্কা, ফাঁস করলেন যুবরাজ
আরও পড়ুন: কেকেআর, সিএসকে… প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারদের দলে নিতে আইপিএল নিলামে যুদ্ধ বেধে যেত
আইপিএলে ১২ বারের মধ্যে ১০বার খেলেছে সিএসকে। এর মধ্যে কোনও বারই তারা সেমিফাইনাল বা প্লেঅফের নীচে নামেনি। তিন বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সিএসকে-র ওয়েবসাইটে দু প্লেসি বলেছেন, “দলে অনেক নেতা। চিন্তাশীল ক্রিকেটারদের অভিজ্ঞতাই ওরা চায়। আর তা যে সাফল্য এনেছে, তা প্রমাণিতই। চেন্নাই সুপার কিংস একটা দারুণ ফ্র্যাঞ্চাইজি। এমএসের নেতৃত্ব দাপুটে। ও যখন মাঠে থাকে না, তখন তা মস্ত বড় শূন্যতা হয়ে ওঠে।”