ফেরা: আবার ভারতের জার্সিতে খেলবেন ধোনি। ফাইল চিত্র
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। প্রত্যাশিত ভাবেই ভারতের প্রাক্তন অধিনায়ক ফিরে এলেন ওয়ান ডে দলে। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সোমবার যে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা, তাতে ফিরিয়ে আনা হয়েছে ধোনিকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে সুযোগ পাননি ঋষভ পন্থ। তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যানকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।
নির্বাচকদের বাছা দল দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ কেন টি-টোয়েন্টি সিরিজে ফেরানো হল ধোনিকে? বিশেষ করে যেখানে শেষ বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে ব্রাত্যই রাখা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। টি-টোয়েন্টি দলে আবার রাখা হয়েছে পন্থকেও।
কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার জন্যই ধোনিকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে আটটা ওয়ান ডে ম্যাচ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ হলে ধোনি এগারোটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে আগামী দু’মাসে। সে ব্যাপারটা মাথায় রেখেছেন নির্বাচকেরা।’’
তবে কে এল রাহুলকে দলে রাখা নিয়েও তোপের মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। প্রশ্ন উঠছে, এত খারাপ ফর্মে থাকা সত্ত্বেও কী ভাবে এই ওপেনারকে ওয়ান ডে দলে রাখা হল?
ওয়ান ডে দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধওয়ন, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ, মহম্মদ শামি।
টি-টোয়েন্টি দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধওয়ন, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ।