স্ত্রীর সঙ্গে ধোনি। ছবি: সংগৃহীত।
রাঁচীর হারমুর তিনতলা বাড়ি থেকে গত অক্ষয় তৃতীয়ার দিন রাঁচীর রিং রোডের ধারে সাত একর জমির ওপর ফার্ম হাউসে চলে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনাক মহেন্দ্র সিংহ ধোনি। এখন তিনি তাঁর পরিবার নিয়ে এই বাড়িতেই থাকেন। ভারতীয় ক্রিকেট দল যখন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত তখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এই ফার্ম হাউসেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কুস্তিগীরের
বিলাসবহুল এই ফার্ম হাউসে রয়েছে খেলার মাঠ থেকে অত্যাধুনিক জিমন্যাসিয়ামও। রয়েছে ধোনির আর এক প্রিয় খেলা ব্যাডমিন্টনের কোর্ট। ধোনির ব্যক্তিগত সংগ্রহে রয়েছে একশোরও বেশি মোটরবাইক। রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। ধোনির এই ফার্ম হাউসে এই সব মোটরসাইকেল বা গাড়ি রাখার আধুনিক গ্যারেজই শুধু নেই। তা ছাড়া, রয়েছে এই সব গাড়ি খারাপ হলে তা সারিয়ে ফেলার ব্যবস্থাও।
এত দিন ধোনি যখন রাঁচীতে থাকতেন তখন ব্যাডমিন্টন খেলতে হলে, শরীরচর্চা করতে গেলে বা ক্রিকেটের অনুশীলন করতে হলে তাঁকে যেতে হত ঝাড়খণ্ডের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। এখন তিনি ফার্ম হাউসের মাঠেই ক্রিকেট পিচ তৈরি করে নিয়েছেন। সেখানেই তিনি অনুশীলন করতে পারবেন।
আরও পড়ুন
জাডেজার উত্থানের পিছনে কোন দুই ক্রিকেটার?
ফার্ম হাউসের চার দিকে উঁচু পাঁচিল। সেই পাঁচিল ঘিরে উঁচু গাছও রয়েছে। এখনও ফার্ম হাউসের সৌন্দর্য্যকরণের কাজ চলছে। ধোনি জানিয়েছেন, এই ফার্ম হাউস পুরোপুরি তৈরি হতে ছ’মাস থেকে এক বছর লাগবে। ধোনির ঘনিষ্ঠরা জানিয়েছেন, এ রকম সুন্দর ফার্ম হাউস শুধু রাঁচীরই নয়, সারা দেশের অন্যতম সুন্দর ফার্ম হাউস বলে অচিরেই পরিচিতি লাভ করবে।
ভিডিওতে দেখে নিন ধোনির ফার্ম হাউস কেমন হতে পারে? জানাচ্ছেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক আর্যভট্ট খান।