ইডেনে নেই ধোনি। ফাইল চিত্র
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ঋদ্ধিমান সাহার। শুক্রবার জাতীয় নির্বাচকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। ভারতীয় দলের উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থকেই নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নিয়ে যাওয়া হবে পার্থিব পটেলকে। এ দিন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজের দল বেছেছেন নির্বাচকেরা, তাতে মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরের মাঠে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিচ্ছেন বিরাট কোহালিও। অর্থাৎ ৪ নভেম্বর কলকাতায় যে টি টোয়েন্টি ম্যাচ হতে চলেছে, তাতে ধোনি ও কোহালি, কাউকেই খেলতে দেখা যাবে না।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ৬ ডিসেম্বর থেকে শুরু হলেও তার প্রায় ৪০ দিন আগে টেস্ট দল বেছে নিলেন নির্বাচকেরা। শুক্রবার রাতে পুণের এক পাঁচতারা হোটেলে নির্বাচকদের বৈঠকে একসঙ্গে পাঁচটি ভারতীয় দল বাছা হয়, যা সাম্প্রতিককালে বেনজির ঘটনা বলে মনে করছে দেশের ক্রিকেট মহল। দু’টি টি-টোয়েন্টি সিরিজের দল ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দল ছাড়াও এ দিন নিউজিল্যান্ডে আসন্ন ভারত এ দলের ওয়ান ডে ও চার দিনের ম্যাচের সিরিজের জন্য দলও বাছা হয়েছে। এই পাঁচটি দলের মধ্যে বাংলার মাত্র দু’জন অভিমন্যু ঈশ্বরন ও মহম্মদ শামি। ঈশ্বরন নিউজিল্যান্ডে চার দিনের ম্যাচের সিরিজে ভারত এ দলে থাকছেন।
ঋদ্ধিমান সাহার ফিটনেস সংক্রান্ত যে রিপোর্ট পেয়েছেন নির্বাচকেরা, তাতে তাঁর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টেস্ট খেলার অবস্থায় আসার সম্ভাবনা কম। সেই কারণেই শুক্রবারের বৈঠকে তাঁকে নিয়ে আলোচনাই হয়নি বলে জানা গেল। পার্থিব পটেল যেহেতু ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন, তাই তাঁকে অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে বলে জানান নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদ। দীনেশ কার্তিককে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। দুই টি-টোয়েন্টি সিরিজেই তিনি রয়েছেন ভারতীয় দলে।
অস্ট্রেলিয়াগামী টেস্ট দলে ফিরে আসছেন মুরলী বিজয় এবং রোহিত শর্মাও। ইংল্যান্ড থেকে বিজয়কে ফিরে আসতে হয়েছিল। এ বার সেই তামিল ওপেনারকেই ফেরানো হল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের তীব্রতার কথা মাথায় রেখে, মন্তব্য করেছেন প্রসাদ। রোহিতকে টেস্ট দলে ফেরানো নিয়ে নির্বাচকদের প্রধান বলেন, ‘‘রোহিত ভাল ব্যাকফুটের ব্যাটসম্যান। তা ছাড়া ওর ব্যাটিং স্টাইল অস্ট্রেলিয়ার পরিবেশের পক্ষে মানানসই। সেই জন্যই ওকে অস্ট্রেলিয়ায় টেস্ট দলে রাখা হচ্ছে।’’