Mahendra Singh Dhoni

স্বাধীনতা দিবসে লাদাখে ধোনি

ধোনির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে তিনি সেনাবাহিনীর লোকজনের সঙ্গে কথাবার্তা বলছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ২০:০১
Share:

লাদাখে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটালেন ধোনি। ছবি: টুইটার থেকে।

সেনা জওয়ানদের সঙ্গে স্বাধীনতা দিবস কাটালেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ধোনি লাদাখের সেনা হাসপাতাল পরিদর্শন করেন এ দিন। সেনাদের সঙ্গে কথা বলেন।

Advertisement

সূত্রের খবর, ধোনি এ দিন লেহতে জাতীয় পতাকা উত্তোলন করেন। ধোনির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে তিনি সেনাবাহিনীর লোকজনের সঙ্গে কথাবার্তা বলছেন। বুধবারই ধোনি লাদাখে পৌঁছে যান বলে খবর। নিরাপত্তার জন্য অবশ্য ধোনি কোথায় যাবেন, তা আগে থেকে জানানো হয়নি।

​সেনাবাহিনীর সঙ্গে ধোনি।

Advertisement

বিশ্বকাপের পরেই খবর প্রকাশিত হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে ধোনি সেনাবাহিনীতে যোগ দেবেন। তখনই জানানো হয়েছিল, কাশ্মীরে ধোনি টহল দেবেন। সেই মতোই ৩১ জুলাই থেকে সেনাবাহিনীর সঙ্গে রয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। ঘটনাচক্রে, সেনাবাহিনীতে আজই ধোনির শেষ দিন। এর পর ধোনি কী করবেন, তা নিয়ে জোর জল্পনা।

আরও পড়ুন: উইকেট ছুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত পন্থ

আরও পড়ুন: আগে ছিলেন নাইটদের ক্রিকেটার, এ বার হেড কোচ ম্যাকালাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement