রিও অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার দ্বিতীয় পর্বে অনেকটা এগিয়ে গেলেন মৌমা দাস, শরথ কমলরা। হংকংয়ে অলিম্পিক্স কোয়ালিফায়ারের ফাইনালে দু’জনই। পাঁচ অ়ঞ্চল থেকে পাঁচজন কোয়ালিফাই করবেন আর প্রধান ইভেন্ট থেকে ছ’জন। সৌম্যজিৎ ঘোষ ও মণিকা বাত্রা আগেই কোয়ালিফাই করার পর বাকিদের চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি রিওর টিকিট পাচ্ছেন। সেই লড়াইয়ে মৌমার সামনে শনিবার উত্তর কোরিয়ার রি মিয়ং সুং। ২০১১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে মৌমা অবশ্য সুংয়ের কাছে হেরেছিলেন।