মিনি ডার্বিতে মাঠ কার্যত ফাঁকা থাকার আশঙ্কা।—ছবি সংগৃহীত।
লিগ খেতাবের প্রশ্নে যে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুবভারতীতে সেই মিনি ডার্বি হবে কার্যত ফাঁকা মাঠে।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ সংগঠনের অনুমতি দিলেও বিধাননগর পুলিশ রবিবার চিঠি দিয়ে আইএফএ-কে জানিয়েছে ১৫ হাজারের বেশি সমর্থককে ঢুকতে দেওয়া হবে না। এর বেশি দর্শক ঢুকলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। যুবভারতীতে মোট দর্শক বসতে পারেন ৬৮ হাজার। ম্যাচের গুরুত্বের কথা ভেবে পুরো টিকিটই ছাপিয়েছিল রাজ্য সংস্থা। পুলিশের নির্দেশে তারা সমস্যায়।
স্টেডিয়ামের তিনটি গেটের বেশি খোলা যাবে না বলেও নির্দেশ দিয়েছে পুলিশ। ক্লাবগুিলর সঙ্গে আইএফএ-র যা চুক্তি, তাতে মোহনবাগান ও মহমেডানকে মোট বারো হাজার টিকিট দিতে হবে। নথিভুক্ত ক্লাবগুলির জন্য বরাদ্দ টিকিট দিলে সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ থাকবেই না। বিধাননগর পুলিশের এক কর্তা বললেন, ‘‘আইএফএ-র সঙ্গে আলোচনা করেই কোন গেট খোলা হবে তা ঠিক হয়েছে। দর্শক সংখ্যার কথা আমরা বলিনি।’’ যা শুনে আইএফএ-র এক কর্তার মন্তব্য, ‘‘সভায় বলে দেওয়া হয়েছে সামনে পুজো। বেশি পুলিশ দেওয়া সম্ভব নয়। পনেরো হাজার টিকিটের বেশি বাজারে ছাড়বেন না।’’