ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।
এক টেস্টে ১৫টি এলবিডব্লু। ভারতের মাটিতে এক টেস্টে এটাই সর্বোচ্চ। এমনটাই ঘটেছে ইডেন টেস্টে। চারদিনে শেষ হয়ে যাওয়া ভারত-নিউজিল্যান্ড টেস্ট জিতে নিয়েছে ভারত। শীর্ষ র্যাঙ্কিং, সিরিজ জয় সবের মধ্যেই ক্রিকেটের সব থেকে বিতর্কিত আউট। সেই আউটই এই টেস্টে দেশের মাটিতে রেকর্ড করে ফেলল। ১৫ নম্বর উইকেটটি নিলেন মহম্মদ শামি। শিকার মিশেল সাঁতনার।
ভারতের ২৫০তম টেস্ট লেখা থাকল ঘরের মাটিতে সব থেকে বেশি লেগ বিফোর উইকেটের জন্যও।
এর আগে রেকর্ড ছিল ১৩টি আউটের। ১৯৯৬ এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে এমনটা হয়েছিল। কিন্তু সব থেকে বেশি এলবিডব্লু আউটের রেকর্ড রয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ৪০টির মধ্য ২০টি আউট হয়েছিল এ ভাবেই। পাকিস্তান অফ স্পিনার সৈয়দ আজমল ও ক্যারিবিয়ান মিডিয়াম পেসার ড্যারেন সামি পাঁচটি করে এই আউট করেছিলেন।
প্রথম টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ এলবিডব্লু উইকেটের রেকর্ড প্রায় ছুঁয়েই ফেলেছিল ভারত-নিউজিল্যান্ড টেস্ট। এক ইনিংসে ছ’টি এই আউট হয়েছিল। যেখানে রেক
আরও খবর
ঘরের মাঠে ২৫০তম টেস্ট জিতে সিরিজ জয় ভারতের
চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধবন