—ফাইল চিত্র।
দিদিয়ের দ্রোগবার দেশ রাশিয়া বিশ্বকাপে নেই। আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে আফ্রিকা থেকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল মরক্কো। দু’দশক পরে আবার বিশ্বকাপে দেখা যাবে তাদের।
এ দিকে, বিশ্বকাপে সুযোগ পাওয়ার খবর পেয়েই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ বাঁধনহারা উৎসবে মেতে ওঠেন মরক্কোর সমর্থকরা। তিনশজনের একটি দল রাস্তায় বেরিয়ে ভাঙচুর শুরু করে দেয়। পুলিশের অভিযোগ, সমর্থকরা একটি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত জল কামান দিয়ে সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। প্রায় দু’ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ম্যাচে অবশ্য পরিস্থিতি প্রথম থেকেই মরক্কোর ফুটবলারদের নিয়ন্ত্রণে ছিল। প্রথমার্ধেই আইভোরি কোস্টের ঘরের মাঠে নাবিল দিরার ও মেধি বেনাশিয়ার গোলে এগিয়ে যায় মরক্কো। দিদিয়ের দ্রোগবার দেশ সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে, আফ্রিকার গ্রুপ ‘সি’ থেকে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যায় উত্তর আফ্রিকার দলটি।
অন্য দিকে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল তিউনিশিয়াও। লিবিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের রাস্তা পাকা করল তারা। গ্রুপে ঠিক তাদের পরেই ছিল কঙ্গো। তিউনিশিয়া ম্যাচ হারলে হয়তো রাশিয়া বিশ্বকাপ খেলা হতো না তাদের।
ইউরোপীয় বিশ্বকাপ প্লে-অফের প্রথম লেগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ডেনমার্ক। ফলে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য দ্বিতীয় লেগের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দু’দেশের সমর্থকদের। ম্যাচের পরে আইরিশ মিডফিল্ডার হ্যারি আর্টার আবার বললেন, ‘‘অ্যাওয়ে ম্যাচে গোল পেলে খুব ভাল হতো। তবে ড্র করাটা খুব খারাপ ফল হিসেবেও দেখছি না।’’
ম্যাচের শেষ ২০ মিনিটে আর্সেনালের প্রাক্তন ফুটবলার নিক্লাস বেন্ডনারকে নামিয়ে গোলের মুখ খোলার চেষ্টা করে ডেনমার্ক। তবুও ঘরের মাঠে প্রবল জনসমর্থন নিয়েও ম্যাচ জিততে পারেননি এরিকসেনরা।