বৃষ্টিতে বন্ধ ইস্টবেঙ্গলের শিবির

বৃষ্টি বাদ সাধল ইস্টবেঙ্গল অনুশীলনে। টানা ভারী বৃষ্টিপাতে বিরক্ত কোচ ট্রেভর জেমস মর্গ্যান নির্ধারিত সময়ের এক দিন আগে বন্ধ করে দিলেন আবাসিক শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০৩:০৯
Share:

বৃষ্টি বাদ সাধল ইস্টবেঙ্গল অনুশীলনে। টানা ভারী বৃষ্টিপাতে বিরক্ত কোচ ট্রেভর জেমস মর্গ্যান নির্ধারিত সময়ের এক দিন আগে বন্ধ করে দিলেন আবাসিক শিবির।

Advertisement

কল্যাণীতে এক সপ্তাহ আবাসিক শিবির করার কথা ছিল লাল-হলুদের। শনিবার পর্যন্ত। কিন্তু বৃষ্টিতে কল্যাণীর ঘাসের মাঠের হাল এতটাই খারাপ যে, প্র্যাকটিস করাতে সমস্যায় পড়েন মর্গ্যান। এ দিন সকালে সামান্য ওয়ার্ম আপ করিয়েই শিবিরে ইতি টানেন ব্রিটিশ কোচ। এ দিনই পুরো টিম নিয়ে কলকাতায় ফিরে এসে তিনি বলছিলেন, ‘‘কিছু প্ল্যান আগে থেকে ঠিক করা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কিছু করার থাকে না। মাঠের যা অবস্থা তাতে ফুটবলারদের চোট হয়ে যেতে পারত। তাই কোনও ঝুঁকি নিইনি। রবিবার বা সোমবার থেকে কলকাতায় প্র্যাকটিস শুরু করব।’’

এ দিকে তৃতীয় বিদেশি হিসেবে হাইতির স্ট্রাইকার ওয়েডসনের আসার ব্যাপারে পরিষ্কার কিছু না বললেও মর্গ্যান বলেন, ‘‘বিদেশি ফুটবলার নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না।’’ যে মন্তব্যে ওয়েডসনের আসা নিয়ে জল্পনা বেড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement