ড্র দিয়ে আই লিগ শুরু করল কিবুর দল। —ফাইল চিত্র।
মোহনবাগান ০ আইজল ০
আই লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান। শনিবার আইজলের ঘরের মাঠে গোলশূন্য ড্র করল কিবু ভিকুনার সবুজ-মেরুন ব্রিগেড। এই আইজল সে রকম শক্তিশালী নয়। ভূমিপুত্রদের নিয়ে তৈরি করা হয়েছে আইজল-ব্রিগেড।
এ দিন মোহনবাগানের বিরুদ্ধে মাত্র দু’ জন বিদেশিকে নামায় স্ট্যানলি রোজারিওর আইজল। তবুও ৯০ মিনিটের শেষে গোল করতে পারলেন না বেইতিয়া, চামোরারা। অথচ এ দিন শুরু থেকেই পাঁচ বিদেশি নামিয়েছিলেন বাগান কোচ কিবু। কিন্তু সেই কামড় ছিল না বেইতিয়াদের খেলায়।
যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়েই কঠিন হয়। তার উপরে সবুজ-মেরুন শিবিরের প্রথম খেলাই ছিল পাহাড়ে। আইজলে গিয়ে খেলা সব সময়েই কঠিন ব্যাপার। নানা প্রতিকূলতার মধ্যে খেলতে হয়।
আরও পড়ুন: ওয়ার্নারকে রেকর্ডের সুযোগ না দিয়ে কেন ডিক্লেয়ার? সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড পেন
এই আইজলই বছর কয়েক আগে মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কেড়ে নিয়েছিল। তখন সবুজ-মেরুনে ভরা সনি নর্দে যুগ। আইজলের কাছে হেরে যাওয়ায় সে বার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় বাগানের। কলকাতার দল পয়েন্ট নষ্ট করায় সে বার চ্যাম্পিয়ন হয় খালিদ জামিলের আইজল।
এ বারের আইজল দলে ভাল মানের বিদেশি নেই। আই লিগের নতুন ক্লাব ট্রাউয়ের দায়িত্ব নিয়ে ভারতে এসেছেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার ডগলাস দ্য সিলভা। মোহনবাগান-আইজল ম্যাচের বিরতির সময়ে তিনি বলছিলেন, ‘‘আইজল দলটায় যদি ভাল মানের স্ট্রাইকার থাকত, তা হলে ওরা দু’ গোল দিতেই পারত।’’ গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল মোহনবাগানও। কিন্তু, দিনান্তে কোনও দলই গোল করতে না পারায় আই লিগের প্রথম ম্যাচ ঢলে পড়ল গোলশূন্য ড্রয়ের কোলে।
আরও পড়ুন: অশ্বিন না জাডেজা, কার বিরুদ্ধে ব্যাটিং করা বেশি কঠিন? ফিঞ্চ বললেন...