চনমনে: বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান মাঠে ফেড কাপ ফাইনালের মহড়ায় সনি, ডাফিরা। নিজস্ব চিত্র
ফেডারেশন কাপ ফাইনালের আটচল্লিশ ঘণ্টা আগে সবুজ-মেরুন শিবিরের ফুরফুরে আবহে ব্যতিক্রম একমাত্র কোচ সঞ্জয় সেন!
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বুধবার রাতে বেঙ্গালুরু এফসি-কে ৩-১ উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ ফাইনালের মহড়া সেরে নিয়েছেন বলবন্ত সিংহ-রা। দুরন্ত ছন্দে গোটা দল। তা সত্ত্বেও স্বস্তিতে নেই সবুজ-মেরুন কোচ। তাঁর উদ্বেগের কারণ জেজে লালপেখলুয়া ও শিল্টন পালের সাম্প্রতিক ফর্ম।
এএফসি কাপে বেঙ্গালুরুর বিরুদ্ধে একটা গোল করলেও অসংখ্য সহজ সুযোগ নষ্ট করেছেন জেজে। আর শিল্টনের ভুলেই গোল করে সমতা ফেরান বেঙ্গালুরুর সেমিডংগেল লেন।
ফেডারেশন কাপ ফাইনাল খেলতে আজ, শুক্রবার সকালের উড়ানে ভুবনেশ্বর রওনা হচ্ছেন সনি নর্দে-রা। এ দিন বিকেলে মোহনবাগান মাঠে এই মরসুমের শেষ প্র্যাকটিসের পরে সঞ্জয় বললেন, ‘‘জেজে যা গোল নষ্ট করেছে, তার পুনরাবৃত্তি হলে আমাদের ভুগতে হবে। শিল্টনও খুব বাজে গোল খেয়েছে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘মিডফিল্ডাররাও কেউ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ফাইনালের আগে আমাদের প্রত্যেকটা বিভাগেই উন্নতি দরকার।’’
আরও পড়ুন:মুম্বইয়ের অতীত রেকর্ড এখন কিন্তু অতীতই
মোহনবাগান কোচ অবশ্য মানতে নারাজ, চোটের কারণে সুনীল ছেত্রী ছিটকে যাওয়ায় তাঁদের কোনও সুবিধে হবে। সঞ্জয় বললেন, ‘‘সুনীল ছেত্রী খেলা সত্ত্বেও কিন্তু বেঙ্গালুরুকে আমরা চার গোল দিয়েছি। ওদের ঘরের মাঠেও দু’গোলে জিতেছি। তবে বেঙ্গালুরু শক্তিশালী দল। ওদের প্রত্যেকটা বিভাগেই একাধিক বিকল্প ফুটবলার রয়েছে।’’
ভুবনেশ্বর রওনা হওয়ার আগে সনি, ড্যারেল ডাফি-দের চনমনে হয়ে ওঠার আরও একটা কারণ হচ্ছে, বৃহস্পতিবারই ক্লাবের তরফে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। এ দিন বিকেলে প্র্যাকটিসের পরে মোহনবাগান সভাপতিও আলাদা ভাবে কথা বলেন কাতসুমি ইউসা-প্রীতম কোটালদের সঙ্গে। জন্মদিনের উপহার হিসেবে ফুটবলারদের কাছে ফেডারেশন কাপ চেয়েছেন তিনি!