মোহনবাগান নির্বাচনে আজ রবিবার দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। ক্লাব তাঁবুর ভিতর ও বাইরে ঝামেলা এড়াতে জল কামান, র্যাফ-সহ আড়াইশো পুলিশ থাকবে । আদালতের নির্দেশে হাইকোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্ববধানে নির্বাচন হচ্ছে এ বার।
শনিবার সকাল থেকেই তাঁবুর ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ। সবথেকে আলোচিত সচিব পদে এ বার নির্বাচন হচ্ছে না। প্রায় তেইশ বছর সচিব থাকার পর মনোনয়ন জমা দিয়েও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন অঞ্জন মিত্র। ফলে বিনা লড়াইয়ে জিতে গিয়েছেন স্বপন সাধন বসু (টুটু)। বাকি ২১ পদে নির্বাচন হচ্ছে। প্রার্থী মোট ৫০ জন। অঞ্জনবাবু নিজে সরে গেলেও তাঁর শিবিরের প্রার্থীদের সব পদে জেতানোর জন্য লিখিত আবেদন করেছেন। অন্য দিকে টুটু গোষ্ঠী তাদের প্যানেলের সব প্রার্থীকে জেতাতে প্রস্তুত। মোট ৮৫৮৪ জন ভোটার ১৯টি বুথে ভোট দেবেন সকাল দশটা থেকে। দু’জন প্রাক্তন ফুটবলার প্রার্থী হয়েছেন নির্বাচনে। হিসাবরক্ষক পদে দাঁড়িয়েছেন সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ইউথ ডেভলপমেন্ট পদে বিদেশ বসু। বিকেল পাঁচটায় ভোট শেষ হওয়ার পরেৈ ভোট গোনা হবে। রাত দশটার আগে ঘোষণা হবে না।