হতাশ: চোটের জন্য মাঠের বাইরে আজহারউদ্দিন মল্লিক। ফাইল চিত্র
আই লিগের প্রথম ডার্বিতে খেলেননি। ২১ জানুয়ারি পরের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচেও সম্ভবত মাঠে নামতে পারবেন না আজহারউদ্দিন মল্লিক। তাঁর পায়ের বেড়ে যাওয়া হাড়ের চোট সারতে আরও পাঁচ সপ্তাহ লাগবে বলে খবর। মোহনবাগান কোচ সঞ্জয় সেন বললেন, ‘‘এক মাসের আগে আজহারের মাঠে নামার সম্ভবনা নেই। আরও বেশি সময় লাগতে পারে।’’
ডার্বিতে নামলেই গোল পান আজহার। তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই মহমেডানের স্ট্রাইকার মননদীপ সিংহকে নিল মোহনবাগান। গতবার আই লিগে মিনার্ভা পঞ্জাবের হয়ে খেলেছিলেন মননদীপ। বুধবার আনসুমানা ক্রোমাদের সঙ্গে অনুশীলন করলেন তিনি। এ দিকে অস্ট্রেলিয়ান মিডিও দিয়েগো ফেরিরা এখন গলার কাঁটা মোহনবাগানে। এখনও পর্যন্ত কার্যত কোনও ম্যাচই খেলেননি তিনি। বসে বসে মাইনে নিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁকে ছাড়া নিয়ে ঝামেলা রয়েছে। অনেক টাকা দাবি করছেন তিনি। আলোচনা শেষ পর্যায়ে। দিয়েগোকে অবশ্য এখনও আই লিগে নথিভুক্ত করা হয়নি। পেটের ব্যথার কথা বলে মাঠে আসা বন্ধ করে দিয়েছেন দিয়েগো। এক কর্তা বললেন, ‘‘সব মিটিয়ে ওকে ছাড়ব। না হলে ফিফায় গিয়ে গুস্তাভোর মতো ঝামেলা পাকাবে।’’