এ বার আই লিগে হোম গ্রাউন্ডে ফিরছে মোহনবাগান। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন নেই। যে কারণে কলকাতার দুই দল খেলছে আলাদা দুই ভেন্যুতে। ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড বারাসত স্টেডিয়াম। মোহনবাগান বেছেছিল রবীন্দ্র সরোবরকে। এই মরসুমের আইএসএল এই মাঠেই হয়েছে। কিন্তু আই লিগের প্রথম ম্যাচের দু’দিন আগে মোহনবাগানের ম্যাচ আয়োজনে বাধ সাধে গ্রিন ট্রাইবুন্যাল। পরিবেশ নষ্টের অভিযোগে প্রথম ম্যাচ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে খেলতে দেওয়া হয়নি মোহনবাগানকে। সেই ম্যাচ মোহনবাগান খেলে বারাসতে। সেদিনই আবেদন জানিয়েছিলেন কর্তারা। তার পরই বৃহস্পতিবার গ্রিন ট্রাইবুনাল শর্ত সাপেক্ষে মোহনবাগানকে খেলার ছা়ড়পত্র দিল। যেখানে রয়েছে ফ্লাড লাইটের উপর প্রতিবন্ধকতা। বাজানো যাদে না মাইক। যাতে সরোবরে আসা পাখিদের অসুবিধে হয় এমন কিছু করা যাবে না।
আরও খবর: বারাসতে পুলিশি ঝামেলায় বাগানের ভরসা আদালত
শুক্রবার আই লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ লাজং এফসি। লাজং-মোহনবাগান ম্যাচ যে রবীন্দ্র সরোবরেই হচ্ছে তা নিয়ে আর কোনও সংশয় নেই। এবং ফ্লাড লাইটেই হচ্ছে। কিন্তু পরবর্তি সব ম্যাচই যে মোহনবাগান এখানে খেলতে পারবে তারও নিশ্চয়তা নেই। যদিও শুরুতে মোহনবাগান কর্তাদের দোষেই প্রথম ম্যাচ খেলতে পারেনি রবীন্দ্র সরোবরে। আদালতের যে অনুমতি নিতে হত সেটাই নেয়নি বাগান কর্তারা। যে কারণে সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু যাবতীয় নিয়ম মেনে নিলেও সব ম্যাচ ফ্লাড লাইটে করার সম্ভাবনা নেই। এদিকে, শুক্রবার বারাসতে ম্যাচ অনিশ্চিত হয়ে পড়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়। যদি বারাসতে ম্যাচ হত তা হলে হয়তো গ্যালারি ফাঁকা রেখেই খেলতে হত। কারণ একই দিনে যাত্রা উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বারাসতে। পুলিশের অভাবে ফাঁকা গ্যালারির সামনেই খেলতে হত মোহনবাগানকে। সেই সমস্যার আপাতত সমাধান করা গিয়েছে।