ভরসা: জর্জ ম্যাচের প্রস্তুতিতে চামোরো এবং শিল্টন। ছবি: সুদীপ্ত ভৌমিক
কলকাতা প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ে প্রত্যাবর্তনের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই মোহনবাগান শিবির থেকে উধাও স্বস্তি। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচের আগে কোচ কিবু ভিকুনার উদ্বেগের কারণ একাধিক।
এক) কল্যাণীতে আগের ম্যাচে মোহনবাগানের জয়ের অন্যতম নায়ক রোমারিয়ো জেসুরাজ কার্ড সমস্যায় ছিটকে গিয়েছেন দলের বাইরে। দুই) ফ্রান গঞ্জালেসের চোট এখনও পুরোপুরি সারেনি। শনিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে হাঁটুতে ব্যান্ডেজ বেঁধেই অনুশীলন করলেন। জর্জের বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, তা বোঝা যাবে রবিবার সকালে আরও একবার চোট পরীক্ষার পরে। তিন) কলকাতা প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এখনও পর্যন্ত দু’টো ম্যাচ খেলেছেন সালভা চামোরা-রা। একটিতে হেরেছেন। একটি ম্যাচ ড্র করেছেন। জয় অধরাই। চার) ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে হারিয়েছে জর্জ। পাঁচ) বিপক্ষের রক্ষণে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন ইচেজ়োনা অ্যানিয়েচে (ইচে)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে জর্জকে জেতানো জাস্টিস মর্গ্যান। এ ছাড়াও জোয়েল সানডে ও সদ্য যোগ দেওয়া সবুজ-মেরুনের আর এক প্রাক্তন তারকা ডেনসন দেবদাস রয়েছেন।
সবুজ-মেরুন কোচ অবশ্য দাবি করলেন, তিনি একেবারেই চিন্তিত নন। রোমারিয়োর ছিটকে যাওয়া থেকে ঘরের মাঠে বিপর্যয়— কোনও কিছু নিয়েই আতঙ্কিত নন। কিবু বলছেন, ‘‘ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আমি খুশি। ক্লাব ও আমাদের কাছে সমর্থকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওঁদের সামনে খেলার আনন্দই আলাদা।’’ এর পরেই তিনি যোগ করলেন, ‘‘ডুরান্ড কাপে ঘরের মাঠেই আমরা এটিকে-কে হারিয়েছিলাম।’’
তবে কিবু যে একেবারেই স্বস্তিতে নেই, তা তাঁর শরীরী ভাষা থেকেই স্পষ্ট। কী ভাবে অনুশীলন করাবেন তা একটা কাগজ লিখে মাঠে নামেন মোহনবাগান কোচ। খুব প্রয়োজন না হলে পকেট থেকে সেই কাগজ বার করেন না। শনিবার বিকেলেই ব্যতিক্রম। অধিকাংশ সময় হাতেই ধরা থাকল সেই কাগজ। হঠাৎ বৃষ্টি নামায় স্বচ্ছ প্লাস্টিকে শুধু মুড়ে নিলেন তা। এখানেই শেষ নয়। রোমারিয়োর পরিবর্তে ভি পি সুহের-এর প্রথম দলে ফেরা অনেকটাই নিশ্চিত। তাঁর সঙ্গে সম্ভবত শুরু করবেন সালভা চামোরো। দুই স্ট্রাইকারকে বারবার বুঝিয়ে দিলেন কী ভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা টপকে গোল করতে হবে। চামোরো-সুহের ভুল করলেই চিৎকার করে অনুশীলন থামিয়ে দিলেন। তার পরে নিজেই দেখিয়ে দিলেন কী ভাবে গোল করতে হবে। কারণ, জর্জ কোচ রঞ্জন ভট্টাচার্য খোলাখুলি বলছেন, ‘‘এই মুহূর্তে লিগের যা পরিস্থিতি তাতে রবিবারের ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জনও কম প্রাপ্তি নয়। আমরা রক্ষণ মজবুত করেই খেলব।’’
অনুশীলন শেষ হওয়ার পরে কিবু বলছিলেন, ‘‘মহমেডান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একই রণনীতি নিয়ে খেলেছিল জর্জ। অর্থাৎ, ১-৪-১-৪-১। ওদের প্রায় সব বিভাগেই বিদেশি রয়েছে। ভারতীয় ফুটবলারেরাও দারুণ ছন্দে রয়েছে।’’ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জর্জের রুদ্ধশ্বাস জয়ও যে তাঁকে বেশ অস্বস্তিতে রাখছে, তাও বোঝা গেল। বললেন, ‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওদের ম্যাচটা খুব কঠিন ছিল। কিন্তু দুর্দান্ত খেলে শেষ মুহূর্তে করা গোলে জর্জ জিতেছিল।’’
পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ টেবলের পাঁচ নম্বরে এই মুহূর্তে মোহনবাগান। এক ম্যাচ কম খেলে ন’পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জর্জ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পিয়ারলেস, ভবানীপুর ও ইস্টবেঙ্গল। তিন দলেরই পয়েন্ট দশ। আজ, রবিবার জিতলেই ১১ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে জোসেবা বেইতিয়াদের। কিন্তু পয়েন্ট নষ্ট করলেই ফের খেতাব হাতছাড়া হওয়ার আতঙ্ক তাড়া করবে। কিবু বলছেন, ‘‘লিগের সব ম্যাচই কঠিন। আমরা মাত্র দু’পয়েন্ট পিছনে রয়েছি প্রথম তিন দলের চেয়ে। তাই জেতা ছাড়া অন্য কিছু ভাবতে চাই না।’’
রবিবার কলকাতা প্রিমিয়ার লিগ: মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ (মোহনবাগান, বিকেল ৩.০০)।