আইজলকে নিয়ে সতর্ক থাকছেন চামোরোরা

মঙ্গলবার সকালে ফুটবলারদের বেতন নিয়ে বিক্ষোভে অনুশীলন বন্ধ করে প্রায় চল্লিশ মিনিট তাঁবুতে বসে ছিলেন জোসেবা বেইতিয়ারা। রাতে বেতন পেয়ে যাওয়ায় বুধবার কোনও সমস্যা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ০৪:৫০
Share:

আলোচনায় মগ্ন চামোরো ও বেইতিয়া।—ফাইল চিত্র।

তাঁর হাতে থাকা ছয় বিদেশিই সুস্থ। খেলানো যাবে পাঁচ জনকে। তা সত্ত্বেও দলের প্রয়োজনে চার জনকে ব্যবহার করবেন বলে জানিয়ে দিলেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা। আইজল এফসির বিরুদ্ধে আই লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে যাওয়ার আগে শেষ অনুশীলনের পর সবুজ-মেরুন শিবিরের স্পেনীয় কোচ বলে দিলেন, ‘‘আমি সব বিদেশিকে নিয়েই যাচ্ছি। কিন্তু সকলকেই খেলাব, এমন কোনও নিশ্চয়তা দিচ্ছি না। আমি যে ভাবে দল তৈরি করেছি, তাতে প্রথম একাশে চার বিদেশির খেলার সম্ভবনা প্রবল।’’

Advertisement

মঙ্গলবার সকালে ফুটবলারদের বেতন নিয়ে বিক্ষোভে অনুশীলন বন্ধ করে প্রায় চল্লিশ মিনিট তাঁবুতে বসে ছিলেন জোসেবা বেইতিয়ারা। রাতে বেতন পেয়ে যাওয়ায় বুধবার কোনও সমস্যা হয়নি। তবে পুরো ঘটনার জন্য কর্তারা যাঁর দিকে আঙুল তুলছেন, সেই কোচ কিবুর সঙ্গে এ দিন মাঠেই দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ক্লাবের অর্থ সচিবকে। সালভা চামোরোদের কোচ অবশ্য সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বলেছেন, ‘‘আইজলে গত বছর মোহনবাগান ধাক্কা খেয়েছিল। এ বারও পরিস্থিতি বেশ কঠিন। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে লিগ শুরু করা। সে ভাবেই ফুটবলারদের খেলতে হবে।’’

কিবু প্রথম ম্যাচের জন্য যে আঠারো জনকে বেছেছেন, সেই দলে নেই শিল্টন ডি’সিলভা, আজহারউদ্দিন মল্লিক এবং অরিজিৎ বাগুই। এ বছর তিনটি প্রতিযোগিতায় খেলেছে মোহনবাগান। একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। কিবু অবশ্য বলেছেন, ‘‘এ পর্যন্ত ২০ টি ম্যাচ খেলেছি। আমাদের দল তৈরি।’’

Advertisement

আইজলে গিয়ে ফ্রান মোরান্তেদের খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। সমস্যা হবে কি না জানতে চাওয়া হলে কিবু বলেন, ‘‘ওদেরও তো আমাদের এখানে এসে ঘাসের মাঠে খেলতে সমস্যা হবে। ঠান্ডা আছে। কৃত্রিম মাঠে খেলতে হবে। কিন্তু কোনও সমস্যাকেই আমি গুরুত্ব দিতে চাই না। সব পরিবেশেই খেলতে হয়।’’

আজ, বৃহস্পতিবার সকালেই মিজোরাম যাচ্ছে মোহনবাগান। সেখানে গিয়ে অনুশীলন করবেন শিল্টন পালেরা। প্রথম ম্যাচ শনিবার। ফলে দু’দিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন বেইতিয়ারা। কিবু বলেছেন, ‘‘আইজল এফসি দলের ভিডিয়ো দেখেছি। শক্তিশালী প্রতিপক্ষ। খুব দ্রুত গতিতে খেলে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement