কিবু ভিকুনা
খেতাবের লড়াইতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে শনিবার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে অনুশীলনের মাঠ পাওয়া নিয়ে সমস্যায় কিবু ভিকুনার মোহনবাগান।
বৃহস্পতিবার গোয়া পৌছনোর পর বিকেলে মারগাও থেকে কুড়ি মিনিট দূরের উতোরদা স্টেডিয়ামে অনুশীলন করতে যান জোসেবা বেইতিয়ারা। সেখান থেকে ফেরার পর কিবু চেয়েছিলেন শুক্রবার বিকেলে প্রস্তুতি সারতে। কিন্তু সংগঠক চার্চিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া সকাল ন’টা থেকে ১০ টা পর্যন্ত মাঠ দেওয়া সম্ভব। বিকেলে কোনওমতেই মাঠ দেওয়া সম্ভব নয়। দলের ম্যানেজারদের কাছ থেকে তা জানতে পেরে সবুজ-মেরুনের স্পেনীয় কোচ প্রচন্ড ক্ষুব্ধ হন। তিনি বলে দেন, ‘‘আগের দিন বিকেলে অনুশীলন করে পরের দিন সকালে ফের প্রস্তুতিতে নামলে ফুটবলাররা বিশ্রাম পাবে না। সে ক্ষেত্রে তা হলে অনুশীলনই হবে না।’’
এমনিতে যে মাঠে খেলা হবে সেই ফতোরদা স্টেডিয়ামে দু’দলকেই অনুশীলন করতে অনুমতি দেননি ম্যাচ কমিশনার। ফলে শুক্রবার সকালেই উতরদা স্টেডিয়ামেই অনুশীলনের ব্যবস্থা হয় পাপা বাবাকর দিয়োহারাদের। কোচের মনোভাব জেনে মোহনবাগান ম্যানেজার সঞ্জয় ঘোষ ম্যাচ কমিশনারের মাধ্যমে আই লিগ কমিটির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মোহনবাগানকে জানিয়ে দেওয়া হয় মাঠ কোন সময় দেওয়া হবে তা ঠিক করার দায়িত্ব চার্চিলের। ফোনে রাত সাড়ে নটা নাগাদ সঞ্জয়বাবু বললেন, ‘‘অন্য কোনও মাঠে পাওয়া যায় কিনা তার খোঁজ চলছে।’’ চার্চিল ম্যানেজার ডেঞ্জিল ফেরাওয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলে দিলেন, ‘‘ওই মাঠে বিকেলে গোয়া লিগের খেলা আছে। মাঠ দেওয়া তাই সম্ভব নয়।’’