ধাক্কা: আজহারকে নিয়ে অস্বস্তি বাড়ছে মোহনবাগানে। —ফাইল চিত্র।
মহমেডানের বিরুদ্ধে জোড়া গোল করে টিমকে খেতাবের লড়াইতে ফেরানো আজহারউদ্দিন মল্লিক চোটের জন্য এখনও অনুশীলনেই নামতে পারেননি। ফিজিও-র কাছে রিহ্যাব করছেন মিনি ডার্বির নায়ক। তাঁর হাঁটুর নিচের হাড় বেড়েছে। সেখানেই ব্যথা। চোট রয়েছে মাঝমাঠের দক্ষ পাসার শিল্টন ডি সিলভারও।
সোমবার পিয়ারলেস ম্যাচে আজহার ও শিল্টনকে মাঠে নামানোর জন্য চেষ্টা চলছে। ওই ম্যাচের পরই শিলিগুড়িতে ডার্বি। কলকাতা প্রিমিয়ার লিগ টেবলের এখন যা পরিস্থিতি তাতে খেতাব পেতে হলে দু’টো ম্যাচই জিততে হবে কামো-ক্রোমাদের। মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বললেন, ‘‘আজহার এবং শিল্টনকে দুটো ম্যাচে দরকার। ওদের চোট নিয়ে চিন্তা তো রয়েছেই। আশা করছি পেয়ে যাব।’’
এ দিকে আই লিগ নিয়ে ফেডারেশনের যে তেমন কোনও মাথাব্যথা নেই, সেটা ফের প্রকাশ্যে এসে পড়ল। আই লিগের নিলামে দরপত্র জমা দেওয়া তিনটি দলের মধ্যে কাদের নেওয়া হবে তা শুক্রবারও ঠিক করতে পারল না ফেডারেশন। শেষ পর্যন্ত ঠিক হয়েছে মহালয়ার পর ২০ সেপ্টেম্বর সিদ্ধান্ত হবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে দশ নম্বর দল হিসাবে কারা খেলবে? ফেডারেশন সূত্রের খবর, কেরলের মাল্লাপুরমের গোকুলম এফ সি-কে নেওয়ার সম্ভবনাই বেশি। ইতিমধ্যেই কেরল লিগের শীর্ষে থাকা দলটি বিনু জোসকে কোচ করে টিম গোছাতে শুরু করেছে। বেঙ্গালুরুর ওজোন এফ সি-ও নামী কোচ স্ট্যানলি রোজারিওকে কাজে লাগিয়েছে ফুটবলার খোঁজার জন্য। যে দলকেই নেওয়া হোক তারা টিম করে ঘর গোছানোর জন্য সময় পাবে দু’মাস। বিদেশি ফুটবলার পেতেও তারা সমস্যায় পড়বে।
আইএসএল টিম বেছে নিয়েছে বহুদিন হল। তাদের টিম তৈরিও সম্পূর্ণ কেন আই লিগের এই হাল? শোনা যাচ্ছে, যে সম্প্রচার সংস্থার লিগ দেখানোর কথা তারা এখনও জানায়নি, দশ দলের লিগ হলে সব ম্যাচ দেখাবে কী না? তা ছাড়া নিলামের কাগজপত্র দেখার দায়িত্বে থাকা সংস্থা অন্য কাজে ব্যস্ত থাকায় কিছু সময় চেয়েছে বলে খবর।
এ দিকে বিভিন্ন রাজ্যে ঘুরে এসে ফিফা ও এএফসি-র প্রতিনিধিরা এ দিন দিল্লিতে ফেডারেশন কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। ফুটবল হাউসের কর্তাদের মতামত শোনেন তাঁরা।