সঞ্জয়ের চিন্তা আত্মতুষ্টি

আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি ডার্বিতে জয়ের পর আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু সবুজ-মেরুন শিবিরে এখনও উৎসবের আবহ। লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচের যা উদ্বেগ বাড়াচ্ছে কোচ সঞ্জয় সেনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:৫২
Share:

ভরসা: লাজংকে হারাতে সনির দিকে তাকিয়ে মোহনবাগান। ফাইল চিত্র

আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি ডার্বিতে জয়ের পর আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু সবুজ-মেরুন শিবিরে এখনও উৎসবের আবহ। লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচের যা উদ্বেগ বাড়াচ্ছে কোচ সঞ্জয় সেনের।

Advertisement

গত বছর শিলংয়ে লাজং ম্যাচ ড্র করেই আই লিগ খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছিল মোহনবাগান। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি সবুজ-মেরুন কোচ। মঙ্গলবার সন্ধ্যায় শিলং থেকে ফোনে সঞ্জয় বললেন, ‘‘ডার্বি জয়ের পর ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি চলে আসা স্বাভাবিক। আমি এটা নিয়েই চিন্তিত। কারণ, ডার্বি অতীত। ওদের বুঝিয়েছি, লাজং-কে হারাতে না পারলে আই লিগে চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে যাবে।’’

মঙ্গলবার সকালে শিলংয়ের জহওরলাল নেহরু স্টেডিয়ামে সনি নর্দে, আজহারউদ্দিন মল্লিক-দের নিয়ে ঘণ্টাখানেক লাজং-বধের মহড়া দেন মোহনবাগান কোচ। বললেন, ‘‘গত বছর লাজং-এর বিরুদ্ধে ড্র আমাদের খেতাবের দৌড় থেকে ছিটকে দিয়েছিল। সেই ভুলের পুনরাবৃত্তি এ বার আর করতে চাই না। ডিএসকে শিবাজিয়ান্স এফসি-র বিরুদ্ধে আমরা হেরেছি। লাজং কিন্তু ওদের হারিয়েছে। তাই আমার কাছে ডার্বির চেয়েও কঠিন লাজং ম্যাচ।’’

Advertisement

আরও পড়ুন:মর্গ্যানের ভাগ্য নির্ধারণ আজ

শুধু আত্মতুষ্টিই নয়। সঞ্জয় চিন্তিত লাজং-এর স্ট্র্যাটেজি নিয়েও। ঘরের ম্যাচে ২-০ জিতলেও স্বস্তিতে নেই তিনি। সবুজ-মেরুন কোচ বললেন, ‘‘ওরা প্রচণ্ড গতিতে আক্রমণাত্মক ফুটবল খেলে। দুরন্ত ফর্মে লাজং-এর বিদেশি স্ট্রাইকার পিয়েরিক দিপান্দা। তার ওপর শিলংয়ে গিয়ে ম্যাচ জেতাটাই চ্যালেঞ্জ।’’

লাজং ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে মোহনবাগান শিবিরে সবচেয়ে স্বস্তির খবর চোট-আঘাতের কোনও সমস্যা নেই। লাজং-এর বিরুদ্ধে আগের ম্যাচের দলই অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেশি মোহনবাগানের।

১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে এই মুহূর্তে লাজং। মোহনবাগান দুরন্ত ফর্মে থাকলেও ঘরের মাঠে ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাজং কোচ থাংবোই সিংতো। তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে এই মরসুমে আমাদের পারফরম্যান্স খুব ভাল। তাই মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হলেও আমরা ভয় পাচ্ছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement