আই লিগ টু-র জন্য তৈরি মহমেডান

আই লিগ দ্বিতীয় ডিভিশনে মহমেডানের প্রথম ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লোনস্টার কাশ্মীর। প্রেসিডেন্ট সাংসদ সুলতান আহমেদ ভোটে ব্যস্ত হয়ে পড়বেন, সময় পাবেন না। তাই খেলা শুরুর অনেক আগেই শনিবার ক্লাব তাঁবুতে ফুটবলারদের পরিচয় পর্ব সেরে নিল ক্লাব।

Advertisement
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ০২:৫৪
Share:

আই লিগ টু-র জন্য তৈরি মহমেডান

আই লিগ দ্বিতীয় ডিভিশনে মহমেডানের প্রথম ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লোনস্টার কাশ্মীর। প্রেসিডেন্ট সাংসদ সুলতান আহমেদ ভোটে ব্যস্ত হয়ে পড়বেন, সময় পাবেন না। তাই খেলা শুরুর অনেক আগেই শনিবার ক্লাব তাঁবুতে ফুটবলারদের পরিচয় পর্ব সেরে নিল ক্লাব। সেখানেই ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার জেমস মোগা বলছিলেন, ‘‘প্রস্তুতি ভাল চলছে। কম সময়ে একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ।’’ ইউসিফ ইয়াকুবুকে ভিসা সমস্যায় আনতে না পেরে জিম্বাবোয়ের সিম্বারাশেকে নিয়েছে মহমেডান। এ ছাড়াও অভিজিত্ মণ্ডল, মণীশ মৈথানি মতো অভিজ্ঞদের নেওয়া হয়েছে। ডিফেন্সে সই করানো হয়েছে আইভরি কোস্টের লান্সিন তোরেকে। যিনি আবার বলছেন, ‘‘আইভরি কোস্টের দুই বিখ্যাত ইয়াইয়া ও কোলো তোরেকে আমি জানি। আমার আত্মীয়।’’

Advertisement

সন্তোষের জন্য দলের অধিকাংশ ফুটবলারকে অনুশীলনে পাননি কোচ সুব্রত ভট্টাচার্য (জুনিয়র)। বললেন, ‘‘আমি সব সময় চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। খুব কম সময়ই নতুন দল সঙ্গে পেয়েছি। কিন্তু আমি তৈরি। আমাদের আসল চ্যালেঞ্জ ডেম্পো নয়, মিনার্ভার সঙ্গে।’’ দলের অধিনায়ক ঘোষণা করা হল মুমতাজ আখতার। মোহনবাগান মাঠের মতো আগামী মরসুমের আগে মহমেডানও চায় ফ্লাডলাইট বসাতে। মাঠ সচিব কামারুদ্দিন বললেন, ‘‘কাজ চলছে। খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলব ফ্লাডলাইট।’’ আই লিগ-টু এর প্রথম ম্যাচ মোহনবাগান মাঠে খেলার জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছে মহমেডান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement