জয়দীপকেই সচিব পদে চেয়ে তাঁরা স্লোগান মহমেডান সমর্থকরা। ছবি সংগৃহীত।
আইএফএ সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে আইএফএ-তে থেকে যাওয়ার অনুরোধ বা দাবি নিয়ে সরব মহমেডান সমর্থকরা।
সোমবার জনা পঞ্চাশেক মহমেডান সমর্থক আইএফএ দপ্তরে হাজির হন। তাঁদের হাতে ছিল জয়দীপ মুখোপাধ্যায়ের সমর্থনে পোস্টার, ব্যানার। জয়দীপকেই সচিব পদে চেয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। তাঁদের বক্তব্য, ‘‘জয়দীপ মুখোপাধ্যায়ই আইএফএ-র সেরা সচিব। ওঁর ছেড়ে চলে যাওয়া আমরা মানতে পারছি না।’’
মহমেডানের ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের সদস্যরা যখন আইএফএ দপ্তরে যান, তখন সেখানে জয়দীপ ছিলেন। তিনি সমর্থকদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: খেলাধুলোর জন্য এসওপি ইস্যু করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক
শনিবার সকালে জয়দীপ মুখোপাধ্যায় আইএফএ সচিবের পদ থেকে ইস্তফা দেন। কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অবৈধভাবে ভিন রাজ্যের ফুটবলার খেলানোর অভিযোগ উঠেছিল। সেই বিতর্কের জেরেই আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতভেদের জেরে সচিব পদ থেকে সরে দাঁড়ান জয়দীপ।
আরও পড়ুন: আইএফএ বিতর্কে সমাধানসূত্র মিলল না সোমবার