Mohammed Shami

শোকবিহ্বল শামি, নিজেই কারণ জানালেন সোশ্যাল মিডিয়ায়

বুধবার নিজের ইনস্টাগ্রামে বাবার হাসপাতালে শুয়ে থাকার ছবি পোস্ট করেন শামি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৪:৩২
Share:

বাবার সঙ্গে শামি

প্রয়াত বাবা তৌসিফ আলির উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন মহম্মদ শামি। ২০১৭ সালে আজকের দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন শামির বাবা। বুধবার নিজের ইনস্টাগ্রামে বাবার হাসপাতালে শুয়ে থাকার ছবি পোস্ট করেন শামি। পোস্টে তিনি লেখেন, ‘আজ চার বছর হল। আমি যদি আরও একবার তোমাকে দেখতে পারতাম। তুমি দরজা দিয়ে হেঁটে আসতে। আমি যদিও জানি তা আর সম্ভব নয়’।

Advertisement

এরপর ভারতের তারকা পেস বোলার লেখেন, ‘আমি জানি তুমি আমার চোখের জল বুঝতে পারছ আর তুমি চাও না আমি কাঁদি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আমায় শক্তি দিন। যেমনটা তুমি আমায় সবসময় দিতে। তোমার ছেলে হিসেবে আমি গর্বিত’।

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলে নেই শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement