বিশ্ব একাদশের হাত ধরে ফেরা শামির

ফেরা হয়তো একেই বলে। একদম স্বমহিমায়। চোট আঘাতে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন দূরে। ফিরলেন একেবারে বিশ্ব একাদশের হাত ধরে। ক্রিকেটের বিশ্ব একাদশে জায়গা করে নিলেন বঙ্গ সন্তান না হলেও বাংলার মহম্মদ শামি। বল হাতে দৌড়টা হঠাৎই থেমে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ১৬:০৮
Share:

ফেরা হয়তো একেই বলে। একদম স্বমহিমায়। চোট আঘাতে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন দূরে। ফিরলেন একেবারে বিশ্ব একাদশের হাত ধরে। ক্রিকেটের বিশ্ব একাদশে জায়গা করে নিলেন বঙ্গ সন্তান না হলেও বাংলার মহম্মদ শামি। বল হাতে দৌড়টা হঠাৎই থেমে গিয়েছিল। এক মাস বিছানা থেকে উঠতে পারেননি। হাঁটতে হলেও অন্য কারও সাহায্য দরকার হচ্ছিল। সেই মহম্মদ শামি এবার বিশ্ব একাদশে। বাংলার কাছে গর্বের তো বটেই। ভারত থেকে এই একটিই নাম রয়েছে দলে। দীর্ঘদিন চেন্নাইতে রিহ্যাবে কাটাতে হয়েছে শামিকে।ভা রতীয় ক্রিকেট দলের প্রাক্তন কন্ডিশনিং কোচ ভি পি সুদর্শনের কাছে ক্রমশ নিজেকে তৈরি করেছেন। তার পর বেঙ্গালুরুর ক্রিকেট আকাডেমিতে ট্রেনিং। বিশ্বকাপে সাত মাচে ১৭ উইকেট নিয়ে আগেই নিজেকে প্রমাণ করেছেন। এবার শুধু বিশ্বের দরবারে ফেরার অপেক্ষায়। বাঙালিকে গর্বিত করে বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে এই প্রথম কেউ জায়গা পেল বিশ্ব একাদশে। একদিনের দলে হঠাৎই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিচারেই এই দল বেছে নিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি প্যানেল। তাতে ছিলেন ইয়ান বিশপ, মার্ক বুচারদের মতো তারকারাও। দুই বাংলার দুই বোলারের সামনে এখন সুযোগ বিশ্বের দরবারে নিজেদের নতুন করে চিনিয়ে দেওয়ার।

Advertisement

একদিনের বিশ্ব একাদশ দল: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিলান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মহম্মদ শামি (ভারত), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement