মহম্মদ কাইফ টুইটার
শোয়েব আখতারের বিরুদ্ধে খুব বেশি খেলার সুযোগ না পেলেও পাকিস্তানে গিয়ে তাঁকে অস্বস্তিতে ফেলেন মহম্মদ কাইফ। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসে সেই দিনের স্মৃতি তুলে আনলেন জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বীরেন্দ্র সহবাগও।
কাইফ বলেন, ‘‘শোয়েব তখন খুব বড় বোলার। তবুও সহবাগরা ওর বলে বহু বার ছক্কা মেরেছে। আমি পরের দিকে ব্যাট করতে আসায় খুব বেশি সুযোগ পাইনি। একবার ওকে বোকা বানিয়েছিলাম। অনেক দূর থেকে দৌড়ে এসে বল করত শোয়েব। ওর রান আপের শেষ দিকে আমি উইকেট বরাবর হেঁটে ওর দিকে এগিয়ে যেতে শুরু করি। এতে ঘাবড়ে যায় শোয়েব। বলটা আর করতে পারেনি। আমি ওকে ওদের দেশেই অস্বস্তিতে ফেলতে চেয়েছিলাম। আর সেটা করতে পেরেছি।’’
পরে আবার বল করতে আসেন শোয়েব। তখনও একই কাজ করেন কাইফ। শোয়েবের শর্ট বলে পুল করে এক রান নিয়ে নেন কাইফ। স্ট্রাইক দেন ইরফান পাঠানকে। এই ভিডিয়ো অনেক দিন দরেই ভাইরাল নেটমাধ্যমে।
মহম্মদ কাইফ ও শোয়েব আখতার ফাইল চিত্র