Sports News

একমাসের জন্য নির্বাসিত হলেন মহম্মদ ইরফান

পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাসিত করল ফার্স্ট বোলার মহম্মদ ইরফানকে। সঙ্গে ন’হাজার ৫০০ ডলার জরিমানাও করা হল তাঁকে। পাকিস্তান সুপার লিগে স্পোর্টস অ্যান্টি-কোরাপশন কোড অমান্য করার জন্যই এই শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৮:৫৬
Share:

পাকিস্তান ফার্স্টবোলার মহম্মদ ইরফান। ছবি: সংগৃহীত।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাসিত করল ফার্স্ট বোলার মহম্মদ ইরফানকে। সঙ্গে ন’হাজার ৫০০ ডলার জরিমানাও করা হল তাঁকে। পাকিস্তান সুপার লিগে স্পোর্টস অ্যান্টি-কোরাপশন কোড অমান্য করার জন্যই এই শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

Advertisement

এ বার পাকিস্তানর সুপার লিগের শুরু থেকেই গড়াপেটার অভিযোগ উঠতে শুরু করে। সেখানেই নাম জড়িয়ে যায় বেশ কয়েকজন পাকিস্তানের ক্রিকেটারের। সেই তালিকায় ছিলেন ইরফানও। পিসিবির অ্যান্টি-কোরাপশন ইউনিটের চিফ মহম্মদ আজম জানান, ইরফান তাঁদেরকে জানিয়েছেন পিএসএল-এর সময় দু’বার তাঁকে বুকিরা গড়াপেটা করার জন্য বিভিন্ন অফার করেছিল। কিন্তু তিনি অ্যান্টি-কোরাপশন অফিশিয়ালদের সেটা সময় মতো জানাননি। আজম ইরফানের সপক্ষে এও জানিয়েছেন, চাইলে নির্বাসনের সময় কমানোর আর্জি জানাতে পারেন তিনি। যদি ইরফান আর নিয়মভঙ্গ না করেন তা হলে তাঁর নির্বাসন এক বছর থেকে কমে ছ’মাস হতে পারে।

আরও খবর: স্মিথ কি অধিনায়ক হওয়ার যোগ্য প্রশ্ন তুলে দিলেন সিনিয়র ও’কিফ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement