Moeen Ali

শ্রীলঙ্কায় পৌঁছেই কোভিড পজিটিভ মইন আলি

হামবানটোটা বিমানবন্দরে পৌঁছনোর সময় করোনা পরীক্ষায় ধরা পড়েন মইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ২৩:৪৫
Share:

ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি। ছবি টুইটার থেকে নেওয়া।

শ্রীলঙ্কায় পৌঁছেই কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট এল ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলির। হামবানটোটা বিমানবন্দরে পৌঁছনোর সময় করোনা পরীক্ষায় ধরা পড়েন তিনি। ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে তাঁকে।

Advertisement

রবিবার তাঁর পরীক্ষা করা হয়েছিল হামবানটোটা বিমানবন্দরে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড মইনের কোভিড-১৯ হওয়ার কথা স্বীকার করে নিয়েছে। তবে তিনি করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা জানা যায়নি।

শ্রীলঙ্কা সরকারের করোনা প্রটোকল অনুসারে আপাতত আইসোলেশনে থাকবেন মইন। মনে করা হচ্ছে পেসার ক্রিস ওকস সংস্পর্শে এসেছেন মইনের। তাই তাঁকেও আইসোলেশনে রাখা হচ্ছে। ফের করোনা পরীক্ষা হবে তাঁর। মঙ্গলবার ইংল্যান্ড দলের সবার করোনা পরীক্ষা করা হবে। বুধবার তাদের প্রথম বারের জন্য অনুশীলন শুরুর কথা।

Advertisement

আরও খবর: নিম্নমানের খাবার! বোর্ডের কাছে অভিযোগ মুম্বইয়ে কোয়রান্টিনে থাকা দলগুলোর

আরও খবর: বল গিয়ে পড়ল গ্লাসে, সেই বিয়ারই পান করলেন ক্রিকেটপ্রেমী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement