Mithali Raj

Mithali Raj: অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে অধিনায়ক মিতালি

মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে বিসিসিআই। টি২০ সিরিজে অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কৌর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৬:৪০
Share:

ভারতীয় দলের অধিনায়ক থাকছেন মিতালি রাজ। —ফাইল চিত্র

ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম বার দিন-রাতের টেস্ট খেলতে নামবে। সেপ্টেম্বরের সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক থাকছেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত। এক দিনের ক্রিকেটেও অধিনায়ক মিতালি।

মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে বিসিসিআই। টি২০ সিরিজে অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কৌর। পারথের মাঠে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট।

Advertisement

ইংল্যান্ড সফরে যে ভারতীয় দল গিয়েছিল তার থেকে খুব বেশি পরিবর্তন করা হয়নি। টেস্ট এবং এক দিনের ক্রিকেটের দলে ফিরেছেন স্নেহ রামা। বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় দলে ফিরেছেন। বাদ গিয়েছেন প্রিয়া পুনিয়া এবং ইন্দ্রানী রায়।

টি-টোয়েন্টি দলে নতুন মুখ রেনুকা সিংহ ঠাকুর এবং যস্তিকা ভাটিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement