মাইক হাসি ফাইল চিত্র
সুস্থ হয়েও ফের অসুস্থ হয়ে পড়লেন মাইক হাসি। শনিবার কোভিড রিপোর্টে করোনা ধরা না পড়লেও সোমবারই চেন্নাই সুপার কিংসের ব্যাটিং প্রশিক্ষকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ফলে এখনই অস্ট্রেলিয়া ফেরা হচ্ছে না তাঁর।
নিয়ম অনুযায়ী, তিনটি কোভিড রিপোর্ট নেগেটিভ হলে তবেই দেশে ফেরত যেতে পারবেন প্রাক্তন অজি তরকা। প্রথম রিপোর্টে করোনা ধরা না পড়লেও দ্বিতীয় রিপোর্টে করোনা ধরা পড়ায় চেন্নাইতেই থেকে যেতে হবে তাঁকে।
আমদাবাদ থেকে বিশেষ বিমানে করোনা আক্রান্ত হাসি ও লক্ষীপতি বালাজিকে চেন্নাই নিয়ে যায় সিএসকে। এই নিয়েও বিতর্ক দানা বাঁধে। আইপিএল-এর সঙ্গে যুক্ত বাকি অস্ট্রেলিয়রা মলদ্বীপে পৌঁছে নিভৃতবাস কাটাচ্ছেন। সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দেবেন তাঁরা। হাসি কিছুদিন আগেই নিজের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি বিশ্রাম নিচ্ছি, কিছুটা ভাল আছি। সিএসকে-র কাছে আমি কৃতজ্ঞ।’’