ধোনি এবং কোহলী। ফাইল ছবি
ভারতের অন্যতম সেরা ২ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলী। প্রথম জনের ব্যাগে যদি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি থাকে তবে দ্বিতীয় জন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়, ৬০টির মধ্যে ৩৬টি টেস্ট জয় নিয়ে বুক ফুলিয়ে চলতে পারেন। তবে তাঁদের মধ্যে সেরা কে? বেছে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
এক সাক্ষাৎকারে ভন বলেন, “ধোনি একজন প্রবর্তক। বিশেষ করে টি২০ এবং একদিনের ক্রিকেটে। আমার মতে সেরা টি২০ অধিনায়ক ধোনি। ভারতীয় দলে ও যে পরিবর্তন এনেছে তা অকল্পনীয়।” টেস্ট ক্রিকেট থেকে ২০১৫ সালে অবসর নেন ধোনি। সেই বছরেই সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক। সব দায়িত্ব চলে আসে কোহলীর ওপর।
ভন বলেন, “আমি বলব কোহলী টেস্ট অধিনায়ক হিসেবে ভাল। টেস্ট ক্রিকেটে ধোনির থেকে এগিয়ে থাকবে ও। তবে সাদা বলের ক্রিকেটে ধোনি সেরা। সেরা অধিনায়ক হিসেবে যদি একজনকে বেছে নিতে হয়, তা হলে আমি ধোনিকেই বেছে নেব।”