মাইকেল হোল্ডিং। —ফাইল চিত্র।
যদি চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে সেই সময় আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রয়েছে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার মাইকেল হোল্ডিং।
১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে হওয়ার কথা কুড়ি ওভারের বিশ্বকাপের। কিন্তু, কোভিড-১৯ নিয়ে বিধিনিষেধের জেরে অস্ট্রেলিয়ায় তা হওয়া নিয়ে রয়েছে সংশয়। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে সেই সময় আইপিএল আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে ক্রিকেটমহলে। যা নিয়ে অনেকেই উল্টো মত পোষণ করছেন। বলছেন, আইপিএল আয়োজনের জন্য বোর্ডের চাপে বিশ্বকাপের আয়োজন পিছিয়ে নিচ্ছে আইসিসি।
আরও পড়ুন: আজকের দিনে অবিশ্বাস্য! স্লেজিংয়ের বিপরীত মেরুর অদ্ভুত এক ঘটনা শেয়ার করলেন গাওস্কর
আরও পড়ুন: ‘সৌরভ আইসিসি প্রেসিডেন্ট হলে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানাব’
ক্যারিবিয়ান কিংবদন্তি হোল্ডিং অবশ্য বলেছেন, “মনে হয় না যে আইসিসি ইচ্ছাকৃত ভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার সরকারের আইনই তো রয়েছে একটা নির্দিষ্ট তারিখের আগে সে দেশে বিদেশিদের প্রবেশের ব্যাপারে। আর যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তবে আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার রয়েছে বিসিসিআইয়ের। অন্যের প্রতিযোগিতায় অনধিকার প্রবেশ করলে না হয় সেটা বলা যায়।”