জোহরির বদলে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব আইসিসি-র বৈঠকে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন।
আইসিসি-র বৈঠকে যাওয়া হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরির।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় তাঁর কাছে কৈফিয়ত চেয়েছে আদালত নিযুক্ত বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। কমিটির প্রধান বিনোদ রাই রবিবার জানিয়েছেন, ‘‘জবাব দেওয়ার জন্য রাহুল ১৪ দিন সময় চেয়েছে। এই সময়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে চায় সে। তাই ১৬ থেকে ১৯ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসি-র বৈঠকে ও যাবে না।’’
জোহরির বদলে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব এই বৈঠকে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন। তিনি সিঙ্গাপুরেই রয়েছেন আইসিসি-র অন্য বৈঠকে যোগ দেওয়ার জন্য। জোহরিকে ১৪ দিন সময় দেওয়া হলেও যাতে অত দিন না লাগে, সেই জন্যই তাঁকে এই বৈঠকে যেতে নিষেধ করা হয়েছে বলে জানান রাই।