মক্কায় মেসুট ওজিল। নিজের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁকে ফুটবল জার্সিতেই দেখে অভ্যস্ত গোটা বিশ্ব। কখনও জার্মানির জার্সিতে কখনও আবার আর্সেনালের। কিন্তু, এখন তিনি ফুটবল থেকে বেশ দূরে। সেই মেসুট ওজিলকে পাওয়া গেল অন্য মুডে, অন্য পোশাকে।
ওজিল নিজের সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোমর বেঁধে নেমে পড়ার আগে এখন তিনি সময় কাটাচ্ছেন মিডল ইস্টে। সেখানে কখনও চ্যারিটি ম্যাচ খেলছেন, কখনও বা সময় কাটাচ্ছেন উদ্বাস্তুদের সঙ্গে।
সেই ওজিল এ বার সোজা পৌঁছলেন মক্কায়। শান্তির খোঁজে এ ভাবেই ফুটবল থেকে দূরে সময় কাটাচ্ছেন এই মিডিও। যাঁর রক্ষণচেরা দৌড় অনেক সময়েই থামিয়ে দিয়েছে প্রতিপক্ষের প্রতিরক্ষাকে। গোলকিপারকে স্তম্ভিত করে কখনও তাঁর শট চলে গিয়েছে গোলে। কখনও নীচে নেমে রক্ষণ সামলেছেন। সেই ওজিল এখন শান্তির খোঁজে।
২৭ বছরের এই মিডিও মাঠে নামার আগে সব সময় কোরান পাঠ করেন। কিন্তু, সব নিয়ম মানা সম্ভব হয় না। ফুটবলের স্বার্থেই। তাই হয়তো এক বার ঘুরে আসা মক্কায়।
আরও খবর
দেশের জার্সি পাওয়ার খবরে হঠাত্ বদলে গেল ফজলের হতাশার পৃথিবী