Lionel Messi

বার্সার দুর্গে ক্ষুধার্ত মেসি

করোনা অতিমারিতে বন্ধ থাকা লা লিগা আবার শুরু হলে বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন রিয়াল মায়োরকার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ০২:৫২
Share:

প্রত্যাবর্তন: ক্যাম্প ন্যুতে মেসির অনুশীলনে ফেরার ছবি টুইট করে বার্সা।

লিয়োনেল মেসিকে নিয়ে উদ্বেগের মেঘ কিছুটা হলেও কাটল। শনিবার আবার তিনি ক্যাম্প ন্যুতে অনুশীলন করলেন। সঙ্গে বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বললেন, ‘‘এতদিন এই জায়গাটার অভাব অনুভব করছিলাম। শুধু ভাবছি, এখানে আবার কবে খেলতে পারব। আর অপেক্ষা করতে পারছি না।’’ করোনা অতিমারিতে বন্ধ থাকা লা লিগা আবার শুরু হলে বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন রিয়াল মায়োরকার বিরুদ্ধে। এই ম্যাচটা অবশ্য ক্যাম্প ন্যুতে নয়, মেসিকে খেলতে হবে মায়োরকায়। অনুশীলনে ডান পায়ের ঊরুতে চোট পাওয়ায় আর্জেন্টিনীয় তারকার প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মেসি দলের সঙ্গে অনুশীলন না করে জিমে আলাদা করে সময় কাটাচ্ছিলেন। তবে শুক্রবারই ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, চোট থাকলেও তিনি দ্রুত সুস্থ হচ্ছেন।

Advertisement

আরও পড়ুন: মন চাইলেও শরীর দেয় না এই বয়সে, ধোনির ফেরা নিয়ে বললেন প্রাক্তন জাতীয় নির্বাচক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement