মেসি ম্যাজিকে জিতল বার্সা

মেসি-ম্যাজিকে মন্ত্রমুগ্ধ লা লিগা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন কর ফাঁকি বিতর্কে জড়িয়ে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী সম্পূর্ণ অন্য মেজাজে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:২১
Share:

জোড়া গোলের নায়ক সুয়ারেজ ও মেসি। ছবি: রয়টার্স।

মেসি-ম্যাজিকে মন্ত্রমুগ্ধ লা লিগা।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন কর ফাঁকি বিতর্কে জড়িয়ে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী সম্পূর্ণ অন্য মেজাজে। মাঠে ডিফেন্ডারদের নাস্তানাবুদ করছেন। ঈশ্বরপ্রদত্ত স্কিলে অতিমানবীয় গোল করছেন। চোখ ধাঁধানো স্কিলও উপহার দিচ্ছেন।

শনিবার রাতের মেসি কোনও শিল্পীর থেকে কম কিছু ছিলেন না। যাঁর বা পায়ের শাসনের কোনও উত্তর খুঁজে পেল না ওসাসুনা ডিফেন্স। হেলায় চারজনকে ড্রিবল করলেন। জোড়া গোল করলেন। ওসাসুনার বিরুদ্ধে বার্সাকে ৩-০ জিততে সাহায্য করলেন। শেষ করলেন টানা ড্রয়ের ধারা।

Advertisement

প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকে। কিন্তু ইয়র্দি আলবার পাসে লুইস সুয়ারেজ ১-০ করেন। মেসির গোলে ২-০ এগোয় বার্সা। দুরন্ত জয়ে ফিনিশিং টাচটাও ছিল এলএম টেনের। যে গোলের ভিডিও ইন্টারেটে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে। ওসাসুনার চারজন ফুটবলারকে ড্রিবল করে দুর্দান্ত ফিনিশ করেন মেসি।

জয়ের পরে বার্সা শিবিরেও স্বস্তির আবহাওয়া। সুয়ারেজ বলছেন, প্রথম গোলের পরে আত্মবিশ্বাস বাড়ে দলের মধ্যে। ম্যাচের পরে লুইস এনরিকে আবার জানালেন, জয়ের পিছনে অন্যতম দুই কারণ সের্জি রবের্তো ও ইয়র্দি আলবা। ‘‘দারুণ খেলেছে রবের্তো আর আলবা। আমাদের মতো আক্রমণাত্মক খেলার স্টাইলে এ রকম ফুলব্যাকরা সাহায্য করে,’’ বলছেন বার্সার স্প্যানিশ কোচ।

প্রথমার্ধে গোল না আসলেও দল চিন্তিত হয়ে পড়েনি। ধৈর্য্য ধরেছে। আর তাতেই জয় তুলে এনেছে। এনরিকে বলছেন, ‘‘প্রথমার্ধে গোল না পেলেও আমরা চিন্তিত হয়ে পড়িনি। দল সুযোগ তৈরি করেছে। আমি খুশি দলের খেলায়।’’ জয়ের সৌজন্যে লিগ টেবলের দ্বিতীয়তে থাকল বার্সা।

মাঠের মতো মাঠের বাইরেও বার্সা সমর্থকদের স্বস্তি দিচ্ছেন মেসি। শোনা যাচ্ছে, নতুন চুক্তি নিয়ে মহাতারকার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ক্লাব। বার্সায় মেসির চুক্তি বাড়ানো মাত্র সময়ের অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement